Mayapur ISKON Temple: মায়াপুরের নতুন মন্দিরের ভেতরের কারুকার্য দেখলেন জে পি নাড্ডা, দেখুন আপনিও

Last Updated:

Mayapur ISKON Temple: মায়াপুরের নতুন মন্দির দেখতে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

+
মায়াপুরের

মায়াপুরের মন্দিরের ভেতরে জে পি নাড্ডা

#মায়াপুর: দলীয় পরিকল্পনামাফিক বৃহস্পতিবার সকালে নদিয়ার মন্দির নগরী মায়াপুর ইসকন হেলি প্যাডে এসে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। হেলিকপ্টার থেকে অবতরণের পর প্রথমে তিনি ইসকনের চন্দ্রোদয় মন্দিরে পূজার্চনা ছেড়ে মন্দিরের সন্ন্যাসীদের সঙ্গে এক প্রস্থ সৌজনতামূলক আলাপচারিতায় যোগ দেন।
পরে দলীয় জনসভায় বেথুয়াডহরির উদ্দেশ্যে রওনা করেন তিনি। জে পি নাড্ডার সঙ্গে ইসকন মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য জেলা ও রাজ্য বিজেপি নেতৃত্ব।
advertisement
advertisement
উল্লেখ্য মায়াপুর ইসকন মন্দিরে তৈরি করা হচ্ছে সুবিশাল এক মন্দির। বহু বছর ধরেই এই মন্দির তৈরি করা হচ্ছে ধীরে ধীরে। অসংখ্য দর্শনার্থীরা ইতিমধ্যেই এই মন্দির দেখতে প্রবল উৎসাহী। মায়াপুর ইসকন কর্তৃপক্ষ মনে করছেন এই মন্দির উদ্বোধন হওয়ার পর দর্শনার্থীদের ভিড় প্রচুর পরিমাণে বেড়ে যাবে মায়াপুরে।
advertisement
বহু বছর ধরে তৈরি করতে থাকা এই মন্দিরের ভেতরে কেমন কি কারুকার্য রয়েছে কি কি সুবিধা রয়েছে তা দেখতে ইতিমধ্যেই আগ্রহী প্রায় সকলেই। এবার মায়াপুর ইসকন মন্দিরে এসে নতুন মন্দির ঘুরে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, তার সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক নেতৃত্বরা।
advertisement
হেলিকপ্টার থেকে নেমে তিনি সোজা চলে আসেন মায়াপুর ইসকন চন্দ্র রায় মন্দিরে। মন্দির দর্শন করে এবং পুজো দেওয়ার পরে তিনি সটান চলে যান নতুন মন্দিরের দিকে। প্রবল নিরাপত্তা বলয়ে এদিন মুড়ে ফেলা হয়েছিল মায়াপুর ইসকন চত্বর। মায়াপুর ইসকনের নতুন মন্দির দেখে তিনি ভীষণই খুশি এবং ভবিষ্যতেও পুনরায় তার আসার ইচ্ছে প্রকাশ করে গেছেন বলে জানান মায়াপুর ইসকন মন্দির কর্তৃপক্ষ।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mayapur ISKON Temple: মায়াপুরের নতুন মন্দিরের ভেতরের কারুকার্য দেখলেন জে পি নাড্ডা, দেখুন আপনিও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement