Nadia News: বায়ু দূষণে চিন্তার কারণ শুধু দিল্লি, কলকাতা নয়! চিন্তার কারণ শান্তিপুরও! সামনে এল বুক কাঁপানো তথ্য

Last Updated:

পলিউশন কন্ট্রোল বোর্ডের ধরা পড়ল শান্তিপুরের বায়ুর একিউআই ১৭৬।

+
পলিউশন

পলিউশন কন্ট্রোল বোর্ডে চাঞ্চল্যকর তথ্য

নদিয়া: দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে দেশ জুড়ে। বর্তমানে অত্যাধিক দূষণের কারণে জর্জরিত রাজধানী দিল্লি। তবে এবার বায়ু দূষণের প্রত্যক্ষ প্রমাণ নদিয়া জেলার শান্তিপুরে। কিছুদিন আগেই পলিউশন কন্ট্রোল বোর্ডে তরফে শান্তিপুর শহরে বসানো হয়েছে ডিজিটাল স্ক্রিন। যে স্ক্রিনে দেখা যায় শহরের বায়ু দূষণের পরিমাপ এবং শব্দ দূষণের পরিমাপ। এবার সেই স্ক্রিনেই ধরা পড়ল শান্তিপুরে বায়ু দূষণ বৃদ্ধি পেয়েছে। তথ্য অনুযায়ী, ০-৫০ শতাংশ একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) পরিমাপ হলে বাতাসে বায়ু দূষণ নেই সেখানে ১৫১-২০০ শতাংশ একিউআই-এর পরিমাপ অনুযায়ী অস্বাস্থ্যকর বায়ু। এবার পলিউশন কন্ট্রোল বোর্ডের ধরা পড়ল শান্তিপুরের বায়ুর একিউআই ১৭৬, যা নিয়ে এখন যথেষ্ট চিন্তিত পরিবেশ কর্মী থেকে শান্তিপুরের জনসাধারণ।
বর্তমানে শান্তিপুর শহরের বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ার তথ্য সামনে আসার পরেই সচেতন নাগরিকদের মধ্যে গুঞ্জন। বায়ু দূষণ এত পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে শান্তিপুর শহর যে দূষণের আওতায় পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে তারা জানান, শহর জুড়ে একাধিক জায়গায় গাছ কাটা এবং সব থেকে বড় কথা অনিয়ন্ত্রিতভাবে চলাচল করা মোটর ভ্যান যা থেকে পরিবেশে বায়ু দূষণের মাত্রা বাড়ে।
advertisement
advertisement
অপরদিকে শান্তিপুরের পরিবেশকর্মীরা জানাচ্ছেন, “যে হারে শান্তিপুর শহর তথা শান্তিপুর ব্লকের বিভিন্ন জায়গায় একাধিক ভাবে গাছ কাটা চলছে এবং উৎসবের আনন্দে যে পরিমাণ জেনারেটর ব্যবহার করা হচ্ছে তৎসহ ইঞ্জিন চালিত মোটর ভ্যান বেআইনিভাবে যেভাবে রাস্তায় চলছে তার প্রত্যক্ষ কারণ আজকের এই শান্তিপুরের বায়ু দূষণ। পৌরসভার উচিত যথেষ্ট পরিমাণ সচেতনতা এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করা। না হলে ভবিষ্যতে শান্তিপুরের পরিবেশ বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।”
advertisement
যদিও এ প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের মেম্বার শুভজিৎ দে জানান, “এই তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। পলিউশন কন্ট্রোল বোর্ডের এই ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগানোর পরেই। যদি এই পরিমাপ বা পরিসংখ্যান সত্যি হয় তাহলে সত্যিই চিন্তার বিষয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব এবং পৌরসভার পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ নেওয়ার নেব।”
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: বায়ু দূষণে চিন্তার কারণ শুধু দিল্লি, কলকাতা নয়! চিন্তার কারণ শান্তিপুরও! সামনে এল বুক কাঁপানো তথ্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement