Nadia News: ৬০ পেরলেও ধার কমেনি শিল্পকলায়! আজও তাঁর হাতের ছোঁয়ায় কথা বলে কার্টুনের বিভিন্ন চরিত্র, তবুও আক্ষেপ শিল্পীর

Last Updated:

Nadia News: কার্টুন সম্পর্কে আমরা অনেকেই কমবেশি জানি। আমাদের দেশে একাধিক গুণী-কার্টুনিস্ট ছিলেন যারা তাদের কলমের ছোঁয়ায় কার্টুন একে বলে গিয়েছেন একাধিক সমাজের কথা।

+
কার্টুন

কার্টুন

শান্তিপুর , নদিয়া, মৈনাক দেবনাথ: কার্টুন সম্পর্কে আমরা অনেকেই কমবেশি জানি। আমাদের দেশে একাধিক গুণী-কার্টুনিস্ট ছিলেন যারা তাদের কলমের ছোঁয়ায় কার্টুন একে বলে গিয়েছেন একাধিক সমাজের কথা। কার্টুন এমন এক শিল্প যা শুধু বাচ্চাদের মনোরঞ্জন দেওয়াই নয় সমাজের বিভিন্ন কথা তুলে ধরা থেকে শুরু করে রাজনৈতিক পর্যালোচনা সমাজের অবক্ষয় কিম্বা চোখে আঙুল দিয়ে মানুষকে দেখানোর মতো বেশ কিছু বার্তা দেওয়া হয়ে থাকে কার্টুন একেই। ব্যঙ্গাত্মক ভাবে মজার ছলে পাঠকের কাছে এই সমস্ত কার্টুন পৌঁছে দেয় সচেতনতার বার্তা। সেই কারণে আদি যুগ থেকেই কার্টুনের গুরুত্ব সমাজে অপরিসীম। ঠিক তেমনি এক বর্ষিয়ান কার্টুনিস্ট কল্যাণ বাবু দীর্ঘদিন ধরে তার এই শিল্পচর্চা ধরে রেখেছেন শান্তিপুরের বুকে। কিন্তু তিনি সৎ সাহস পান না ছবিগুলির মুখশ্রী চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে আঁকতে। তাই তিনি সম্পূর্ণ ব্যতিক্রমী মুখ তৈরি করেন কার্টুনগুলির। যাতে কখনওই সেই মুখের মিল উল্লেখিত ব্যক্তির সঙ্গে মিল না হয়।
কারণ যখন যে সরকার যে শাসক যখন যে কর্তৃপক্ষ ক্ষমতায় থাকে প্রত্যেকের নখ তীক্ষ্ণ এবং ধারালো, তারাই অনেক সময় থাবা বাসায় এই পেশার উপরে। অথচ তারাও শিল্পী আর শিল্পীর সত্তা শিল্পীর স্বাধীনতা কখনও খনন করা উচিত নয় বলেই গণতান্ত্রিক দেশে সংবিধান অনুযায়ী জানা যায়। কিন্তু সেই ধৈর্য সেই রাজনৈতিক সহিষ্ণুতা বিষয় এখন আর নেই। একটা সময় এই ব্যঙ্গচিত্রগুলি থেকে রাজনৈতিক নেতা প্রশাসক তাদের ব্যর্থতাটা বুঝতে পেরে সেখান থেকে নিজেকে সংশোধন করে আরও বড় মাপের নেতা আরও সুদক্ষ প্রশাসক আরও সুন্দর দেশ কিংবা রাজ্য গড়ার কারিগর হয়ে উঠতেন। কিন্তু বর্তমানে সেই চিত্রটি বদলে গিয়েছে, আজ অনেকেই এই ধরনের ব্যঙ্গচিত্র মেনে নিতে পারেন না হয়তো।
advertisement
advertisement
আর সেই কারণেই স্বনামধন্য কার্টুনিস্ট যারা আছেন তাদের উপরে আইনি মামলা থেকে শুরু করে রোষানল নানা ধরনের হুমকি এমনকি গণতান্ত্রিক হত্যা হয়েছে। তাই তাদের এই কার্টুনিস্ট পেশায় এই নতুন করে এ প্রজন্মের ছেলেমেয়েরা এগিয়ে আসছে না। ছবি আঁকতে অনেকেই বর্তমানে সুদক্ষ। তবে ব্যঙ্গাত্মক ভাবে ছবি আঁকা এবং অবশ্যই তা সমাজ গঠনের ক্ষেত্রে পরিপূরক হিসেবে কাজ করে সেইটাই কোথাও যেন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এমনটাই ক্ষোভ উগরে দিলেন শান্তিপুরের স্বনামধন্য কার্টুনিস্ট কল্যাণ বাবু।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও তাঁর কথাই বেশ খানিকটা হতাশাও লক্ষ্য করা গেল যে গণতান্ত্রিক দেশে আলোচনা সমালোচনা, রাজনৈতিক বিতর্ক সেসবই ধীরে ধীরে উঠে যাচ্ছে। আর সেই কারণেই যে যেই ভুল কাজ করে যাচ্ছে তাকে সেই ভুল ধরানোর মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না বর্তমানে। তবে তিনি তার সংগ্রহের বই একবার প্রকাশ করেছিলেন কলকাতা থেকে এবং এখন তাঁর ইচ্ছে তাঁর হাতে বানানো যে সমস্ত রঙিন কার্টুনগুলি রয়েছে সেগুলি আগামী দিনে প্রকাশ করার। তিনি আশাবাদী কেউ হয়তো এগিয়ে এসে সাহসিকতার সঙ্গে আবারও এই হাল ধরবে হারিয়ে যাওয়া শিল্পকলার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ৬০ পেরলেও ধার কমেনি শিল্পকলায়! আজও তাঁর হাতের ছোঁয়ায় কথা বলে কার্টুনের বিভিন্ন চরিত্র, তবুও আক্ষেপ শিল্পীর
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ রাজ্যে ! পশ্চিমের জেলাগুলিতে আরও নামবে পারদ, জেনে নিন আবহাওয়ার আপডেট
শীতের আমেজ রাজ্যে ! পশ্চিমের জেলাগুলিতে আরও নামবে পারদ, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • শীতের আমেজ রাজ্যে !

  • পশ্চিমের জেলাগুলিতে আরও নামবে পারদ

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement