টেন্ডারের বালাই নেই! ওয়ার্ক অর্ডার ছাড়াই হচ্ছে কোটি কোটি টাকার কাজ! চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব কাউন্সিলররা

Last Updated:

Corruption Allegations Against Chairman: এর আগেও ৪ কোটি টাকার বেশি টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠেছিল পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জির বিরুদ্ধে। ফের নদিয়ার গয়েশপুর পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।

গয়েশপুর পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব কাউন্সিলররা
গয়েশপুর পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব কাউন্সিলররা
গয়েশপুর, নদিয়া, রঞ্জিত সরকার: ফের নদিয়ার গয়েশপুর পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন কাউন্সিলররা। বিওসির অনুমোদন নেই, টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই চলছে ২ কোটি টাকার বেশি ব্যয়ে রাস্তার কাজ। তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ডের ১০ কাউন্সিলর ক্ষোভ প্রকাশ করলেন পৌরপ্রধানের বিরুদ্ধে
এর আগেও ৪ কোটি টাকার বেশি টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠেছিল পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জির বিরুদ্ধে। ফের নদিয়ার গয়েশপুর পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সুকান্ত চ্যাটার্জির বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁরই দলের কাউন্সিলররা।
আরও পড়ুনঃ সতর্ক করা সত্ত্বেও ভ্রূক্ষেপ নেই! ঘটল সেই অঘটন, মাঝরাতে হাসপাতালে ছুটলেন চেয়ারম্যান সৌমেন খান
কাউন্সিলরদের অভিযোগ, পৌরসভায় কোন মিটিং ডাকছেন না পৌরপ্রধান। টেন্ডার ছাড়াই কাজ করিয়ে নিচ্ছেন। ওয়ার্ক অর্ডার ছাড়া কাজ হচ্ছে কোটি কোটি টাকার। এমনকি আর্থিক দুর্নীতির অভিযোগও তুলেছেন তাঁরা। বারংবার এই অভিযোগ তুললেও এখনও পর্যন্ত কোন ব্যবস্থাই নেয়নি দল। কাউন্সিলরদের আরও অভিযোগ, গয়েশপুরে টেন্ডার ছাড়াই টেন্ডারের প্রক্রিয়া শেষ হওয়ার আগে থেকেই প্রায় ২ কোটি ২৮ লাখ টাকার রাস্তার কাজ শুরু করে দিয়েছেন পৌরপিতা সুকান্ত চ্যাটার্জি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ তোলাবাজির টাকা দিতে অস্বীকার করায় প্রৌঢ়কে বাঁশ দিয়ে মারধর! তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
যদিও এই অভিযোগ স্বীকার করেছেন সুকান্ত চ্যাটার্জি। তিনি বলেন, যে রাস্তাটির কাজ চলছে, সেটি ভগ্নপ্রায় ছিল। মানুষের চলাচলের অসুবিধা হচ্ছিল। তাই তড়িঘড়ি রাস্তার কাজ শুরু করে দেওয়া হয়েছে। তিনি বলেন, স্থানীয় ঠিকাদারদের দিয়ে কাজটি করানো হচ্ছে। কয়েকমাস আগে এই পুর প্রধানের বিরুদ্ধে আনাস্থা এনেছিলেন ১১ জন তৃণমূল কাউন্সিলর। ফের দুর্নীতির অভিযোগ তুললেন ক্ষুব্ধ কাউন্সিলররা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টেন্ডারের বালাই নেই! ওয়ার্ক অর্ডার ছাড়াই হচ্ছে কোটি কোটি টাকার কাজ! চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব কাউন্সিলররা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement