সতর্ক করা সত্ত্বেও ভ্রূক্ষেপ নেই! ঘটল সেই অঘটন, মাঝরাতে হাসপাতালে ছুটলেন চেয়ারম্যান সৌমেন খান

Last Updated:

Mud House Collapses: স্থানীয়রা কাউন্সিলরের সহযোগিতায় দু'জনকেই উদ্ধার করে ভর্তি করেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাতে হাসপাতালে এসে খোঁজ খবর নেন পুরপ্রধান সৌমেন খান।

মাটির বাড়ি ভেঙে দেওয়াল চাপা পড়ে আহত হলেন দুই আদিবাসী মহিলা
মাটির বাড়ি ভেঙে দেওয়াল চাপা পড়ে আহত হলেন দুই আদিবাসী মহিলা
পশ্চিম মেদিনীপুর, শোভন দাস: টানা বৃষ্টিতে ধসে পড়ল মাটির বাড়ি। ধ্বংসাবশেষে চাপা পড়ে আহত দুই মহিলা। মেদিনীপুর পৌরসভা এলাকায় মাটির বাড়ি ভেঙে দেওয়াল চাপা পড়ে আহত হলেন দুই আদিবাসী মহিলা। আহতদের ভর্তি করা হল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।
আরও পড়ুনঃ মাটির নয়, ১৫ ফুট উঁচু ও ২২ ফুট চওড়া শোলার দুর্গা! অনন্য প্রতিমা কোথায় তৈরি হচ্ছে জানেন? দেখলে চোখ দাঁড়িয়ে যাবে
গত কয়েকদিন ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে শহর ও শহর লাগোয়া এলাকায়। বৃষ্টির ফলে মাটির বাড়িগুলি আগে থেকেই বিপজ্জনক অবস্থায় ছিল। জানা যায়, শুক্রবার রাতে মেদিনীপুর পুরসভার ৮ নং ওয়ার্ডের বেনেপুকুর এলাকায় হঠাৎই ভেঙে পড়ে একটি মাটির বাড়ি। সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন দুই মহিলা। বাড়ির দেওয়াল ধসে পড়ে তাঁদের উপর। চাপা পড়ে গুরুতর আহত হন দু’জনই।
advertisement
স্থানীয়রা কাউন্সিলরের সহযোগিতায় দু’জনকেই উদ্ধার করে ভর্তি করেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাতে হাসপাতালে এসে খোঁজ খবর নেন পুরপ্রধান সৌমেন খান।
advertisement
আরও পড়ুনঃ  পুকুরে ত্রিপলে মোড়া কী যেন ভাসছে! কাছে যেতেই বুক কেঁপে উঠল সকলের, একরত্তির এমন নৃশংস পরিণতি করল কে?
প্রসঙ্গত, গত ২২ অগাস্ট মেদিনীপুর পুরসভার এই ৮ নং ওয়ার্ড এলাকায় বিপজ্জনক মাটির বাড়িতে আদিবাসী পরিবারের ঝুঁকি নিয়ে বসবাসের খবর করে পৌরসভাকে সতর্ক করেছিল নিউজ 18 বাংলা। তারই ১৫ দিনের মধ্যে ঘটল এই ঘটনা। যদিও পুরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, ওই এলাকায় যে সমস্ত বিপজ্জনক মাটির বাড়ি রয়েছে, সেগুলি অবিলম্বে ভেঙে বসবাসের উপযোগী বাড়ি তৈরি করে দেওয়া হবে। পাশাপাশি যারা আহত হয়েছেন, তাঁদের পাশে সর্বত ভাবে আছে পৌরসভা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সতর্ক করা সত্ত্বেও ভ্রূক্ষেপ নেই! ঘটল সেই অঘটন, মাঝরাতে হাসপাতালে ছুটলেন চেয়ারম্যান সৌমেন খান
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement