Nadia Christmas 2025: পিকনিক আর ঘোরাঘুরিতে উপচে পড়া ভিড়, মায়াপুরে তিল ধারণের জায়গা নেই! বড়দিনে জমজমাট নদিয়া
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Nadia Christmas 2025: বড়দিনে নবদ্বীপে উপচে পড়া ভিড় পর্যটকদের। বিভিন্ন মঠ, মন্দিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
নদিয়া, রঞ্জিত সরকার: বড়দিনে ফেস্টিভ মুডে গোটা বাংলা। দিকে দিকে পিকনিকের হুল্লোড়। আবার কেউ পরিবার নিয়ে বেরিয়ে পড়েছেন ঘুরতে। সবমিলিয়ে বছরের শেষলগ্নে এসে আনন্দে মেতে উঠেছেন মানুুষ। বড়দিনে নবদ্বীপে উপচে পড়া ভিড় পর্যটকদের। ছুটির আমেজে গা ভাসিয়ে নবদ্বীপের বিভিন্ন মঠ, মন্দিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বড়িদেন থিকথিকে ভিড় ছিল মায়াপুরেও। পর্যটকদের ভিড়ে কার্যত তিল ধারণের জায়গা ছিল না। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে এসেছিলেন মানুষ। ফেস্টিভ মুডে আট থেকে আশি, সকলেই গা ভাসিয়েছেন। সঙ্গে ছিল দেদার খাওয়াদাওয়া আর হৈ-হুল্লোড়। এছাড়াও জেলার বিভিন্ন পরিচিত প্রযটনস্থলে দেখা গিয়েছে পর্যটকদের ভিড়।
আরও পড়ুন: দিঘায় আসা পর্যটকদের খরচ কমিয়ে দিল প্রশাসন, উৎসবের মরশুমে বাঁচবে অঢেল টাকা! বিনামূল্যে পানীয় জলের বন্দোবস্ত
উল্লেখযোগ্যভাবে, নবদ্বীপের কোলের ডাঙ্গা সারস্বত মঠেও দেখা গেল উপচে পরা ভিড়। এই মন্দিরে পর্যটকদের মনোরঞ্জনের জন্য হরিণ, খরগোশ, ফুলের বাগান ও জলের মাঝে রাধামাধবের মন্দিরসহ বিভিন্ন আকর্ষণ। খুব স্বাভাবিকভাবেই এই এলাকা পর্যটকদের মন কেড়ে নেয়। তাই শীতের পিকনিত জমে উঠেছিল এখানে।
advertisement
advertisement
আরও পড়ুন: শ্রাদ্ধ বাড়ির একপ্লেট খাবারেই সব ওলটপালট! পেট খারাপ নিয়ে হাসপাতালে ভর্তি প্রায় ৫০! ঘরে ঘরে আতঙ্ক
প্রসঙ্গত, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তাপমাত্রার পারদ যেমন নেমেছে, তেমনই পাল্লা দিয়ে বেড়েছে মানুষের হিড়িক। বছরের শেষ লগ্নে মানুষর ভিড় যে হবে, তা আগে থেকেই অনুমান করেছিলেন প্রশাসনের আধিকারিকরা। তাই উৎসবের দিনগুলিতে যাতে সাধারণ মানুষ ও পর্যটকদের কোনও অসুবিধা না হয়, তারজন্য সমস্ত ব্যবস্থা রাখা হয়েছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
Dec 25, 2025 7:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia Christmas 2025: পিকনিক আর ঘোরাঘুরিতে উপচে পড়া ভিড়, মায়াপুরে তিল ধারণের জায়গা নেই! বড়দিনে জমজমাট নদিয়া









