Nadia News: কৃষ্ণনগরের বাসে উঠেছিল ওই দু'জন, চটি দেখেই যা বোঝার বুঝে গেল BSF! তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ! সর্বনাশ! চটিতে এই কী জিনিস!
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: পাচারের আগেই বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে গেল দুই পাচারকারী, উদ্ধার হল কোটি টাকার সম্পত্তি।
মৈনাক দেবনাথ, কৃষ্ণনগর: চটির তলায় লুকিয়ে কোটি টাকার সোনা পাচারের চেষ্টা রুখে দিল বিএসএফ। চটির তলায় লুকিয়ে পাচার করা হচ্ছিল কোটি টাকার সম্পত্তি। কিন্তু শেষ রক্ষা হল না। পাচারের আগেই বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে গেল দুই পাচারকারী, উদ্ধার হল কোটি টাকার সম্পত্তি।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দুই চোরাকারবারি করিমপুর থেকে কৃষ্ণনগর গামী বাসে চেপে কোটি টাকার সোনা পাচারের চেষ্টা করছিল। গোপন সূত্রে সে খবর পৌঁছে যায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিজয়মঠ বর্ডার আউট পোস্টের বিএসএফের ১১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের কাছে। এরপরই জওয়ানরা সকাল ১০টা নাগাদ কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের মহিষবাথান এলাকায় ওঁত পেতে বসে থাকেন। বাসটি সেখানে আসতেই জওয়ানরা বাসটি থামিয়ে সন্দেহভাজন দুই চোরাকারবারিকে ধরে ফেলেন।
advertisement
advertisement
তাদের কাছে তল্লাশি চালিয়েও কিছু না পাওয়ায় অবাক হয়ে যান বিএসএফ জওয়ানরা। এরপরই তাদের নজর পড়ে ওই দুই চোরাকারবারির চপ্পলের দিকে। চপ্পল হাতে নিয়ে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ। চপ্পলের তলা থেকে উদ্ধার হয় সাতটি সোনার বিস্কুট। যার মোট ওজন প্রায় এক কিলো গ্রাম এবং এর আনুমানিক মূল্য এক কোটি টাকা।
advertisement
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চোরাকারবারিরা মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। তারা বাহক হিসাবে কাজ করত। জলঙ্গির কোনও ব্যক্তি তাদের কাছে এই সোনা তুলে দিয়েছিল, যা কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে অন্য একজনের কাছে হস্তান্তর করার কথা ছিল। তবে হস্তান্তর করার আগেই বিএসএফের জালে ওই চোরাাকারবারিরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2025 5:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: কৃষ্ণনগরের বাসে উঠেছিল ওই দু'জন, চটি দেখেই যা বোঝার বুঝে গেল BSF! তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ! সর্বনাশ! চটিতে এই কী জিনিস!