Nadia News: কৃষ্ণনগরের বাসে উঠেছিল ওই দু'জন, চটি দেখেই যা বোঝার বুঝে গেল BSF! তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ! সর্বনাশ! চটিতে এই কী জিনিস!

Last Updated:

Nadia News: পাচারের আগেই বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে গেল দুই পাচারকারী, উদ্ধার হল কোটি টাকার সম্পত্তি। 

+
চপ্পল

চপ্পল খুলতেই কোটি টাকার সোনা উদ্ধার বিএসএফের

মৈনাক দেবনাথ, কৃষ্ণনগর: চটির তলায় লুকিয়ে কোটি টাকার সোনা পাচারের চেষ্টা রুখে দিল বিএসএফ। চটির তলায় লুকিয়ে পাচার করা হচ্ছিল কোটি টাকার সম্পত্তি। কিন্তু শেষ রক্ষা হল না। পাচারের আগেই বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে গেল দুই পাচারকারী, উদ্ধার হল কোটি টাকার সম্পত্তি।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দুই চোরাকারবারি করিমপুর থেকে কৃষ্ণনগর গামী বাসে চেপে কোটি টাকার সোনা পাচারের চেষ্টা করছিল। গোপন সূত্রে সে খবর পৌঁছে যায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিজয়মঠ বর্ডার আউট পোস্টের বিএসএফের ১১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের কাছে। এরপরই জওয়ানরা সকাল ১০টা নাগাদ কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের মহিষবাথান এলাকায় ওঁত পেতে বসে থাকেন। বাসটি সেখানে আসতেই জওয়ানরা বাসটি থামিয়ে সন্দেহভাজন দুই চোরাকারবারিকে ধরে ফেলেন।
advertisement
advertisement
তাদের কাছে তল্লাশি চালিয়েও কিছু না পাওয়ায় অবাক হয়ে যান বিএসএফ জওয়ানরা। এরপরই তাদের নজর পড়ে ওই দুই চোরাকারবারির চপ্পলের দিকে। চপ্পল হাতে নিয়ে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ। চপ্পলের তলা থেকে উদ্ধার হয় সাতটি সোনার বিস্কুট। যার মোট ওজন প্রায় এক কিলো গ্রাম এবং এর আনুমানিক মূল্য এক কোটি টাকা।
advertisement
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চোরাকারবারিরা মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। তারা বাহক হিসাবে কাজ করত। জলঙ্গির কোনও ব্যক্তি তাদের কাছে এই সোনা তুলে দিয়েছিল, যা কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে অন্য একজনের কাছে হস্তান্তর করার কথা ছিল। তবে হস্তান্তর করার আগেই বিএসএফের জালে ওই চোরাাকারবারিরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: কৃষ্ণনগরের বাসে উঠেছিল ওই দু'জন, চটি দেখেই যা বোঝার বুঝে গেল BSF! তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ! সর্বনাশ! চটিতে এই কী জিনিস!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement