Nadia News: প্রশাসনিক দায়িত্ব সামলান শক্ত হাতে, এবার ক্রিকেট ব্যাট হাতে সচেতনতার বার্তা
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে শান্তিপুরের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে একটি সেভ ড্রাইভ সেভ লাইফ এর মত সচেতনতার বার্তাও ছড়িয়ে দেওয়া হয় সাধারণ মানুষের মধ্যে।
শান্তিপুর: ক্রিকেট খেলার মধ্যেই পথ নিরাপত্তার সচেতনতা শান্তিপুরে। পাঁচদলীয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের শান্তিপুর কলেজ গ্রাউন্ড প্রিমিয়ার লিগের ফাইনাল খেলার আয়োজন করা হয়। খেলা শুরু হওয়ার আগে পাঁচটি ফ্রাঞ্চাইজি নিয়ে খেলার অপশন করা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো করেই। প্রত্যেকটি দল তাদের খেলোয়াড় বাছাই করে নিয়েছেন। জানা যায়, শান্তিপুরের ৯৬ জন খেলোয়াড় এই অকশনে নাম নথিভুক্ত করেছিলেন । সেই খেলারই এদিন ফাইনাল ম্যাচ আয়োজন করা হয়।
তবে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে শান্তিপুরের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে একটি সেভ ড্রাইভ সেভ লাইফ এর মত সচেতনতার বার্তাও ছড়িয়ে দেওয়া হয় সাধারণ মানুষের মধ্যে। এছাড়াও ব্যবসায়ী সমাজের প্রাক্তন খেলোয়াড়দের নিয়েও একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় ফাইনাল ম্যাচ খেলার আগে।
আরও পড়ুন-লাফিয়ে বাড়বে শুক্রাণুর সংখ্যা, ঝিমিয়ে পড়া পুরুষত্ব জেগে উঠবে ৭ দিনে, পুরুষদের ‘রামবাণ’ এই ফল, এভাবে খেলেই যৌবন-স্ট্যামিনা চাঙ্গা!
advertisement
advertisement
পিংক প্যান্থার বনাম মহারাজাস মুখোমুখি দুটি দল ফাইনাল ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলতে চলেছে। রয়েছে উইনারস এবং রানার্স ট্রফি।তবে ফাইনাল ম্যাচের পাশাপাশি সেফ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে যে সচেতনতার বার্তা নিয়ে উদ্বোধনী ম্যাচ খেলার আয়োজন করেছেন শান্তিপুর ব্যবসায়ী সমাজ তাতে যথেষ্টই খুশি বুদ্ধিজীবীরা।
আরও পড়ুন-বর আসার সঙ্গে সঙ্গেই চিৎকার, অঝোরে কান্না শুরু কনের, তারপরই ঘটে গেল…, বিয়ের আসরে মুহূর্তে সব শেষ!
advertisement
এর আগেও শান্তিপুর ব্যবসায়ী সমাজ সমাজ সচেতনতার বার্তা নিয়ে একাধিক কর্মসূচির আয়োজন করেছেন এবং এটি তাদের ২৫-তম খেলা বলে জানান খেলার অন্যতম এক সদস্য।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2025 9:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: প্রশাসনিক দায়িত্ব সামলান শক্ত হাতে, এবার ক্রিকেট ব্যাট হাতে সচেতনতার বার্তা