Durga Puja 2024: থিম-প্রতিমা-আলোক সজ্জা সবতেই চোখ ধাঁধানো! কল্যাণীর এই পুজো না দেখলে বড় মিস

Last Updated:

Durga Puja 2024: নদিয়া জেলার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম হল কল্যাণী এ নাইন স্কয়ার পার্ক। এবছর তাদের পুজোর থিম দিল্লির অক্ষর ধাম মন্দিরের আদলে তৈরি। এবছর তাঁরা ৫৬ বছরে পদার্পণ করল।

+
কাতারে

কাতারে কাতারে ভিড় কল্যাণীর এ নাইন স্কয়ার পার্কের পুজোতে

কল্যাণী: নদিয়া জেলার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম হল কল্যাণী এ নাইন স্কয়ার পার্ক। এবছর তাদের পুজোর থিম দিল্লির অক্ষর ধাম মন্দিরের আদলে তৈরি। এবছর তাঁরা ৫৬ বছরে পদার্পণ করল। অপরূপ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পুজো মন্ডপ। আলোক শয্যায় মুড়িয়ে ফেলা হয় গোটা চত্বর। রকমারি সাজে সুসজ্জিত দেবী প্রতিমা দেখলে চোখ-মন জুড়িয়ে যায়।
রাজ্যের বা জেলার নামী পুজোকে টেক্কা দিতে কম যায় না তাদের এ বছরের থিম। কলকাতার থেকে কোনও অংশে পিছিয়ে নেই জেলাগুলি। জেলার পুজোর মধ্যে গোটা পশ্চিমবঙ্গে অন্যতম নদিয়ার কল্যাণী। আর একাধিক পুজো মণ্ডপের মধ্যে অন্যতম নদিয়ার কল্যাণী এ নাইস স্কয়ার পার্ক। মন্ডপটি বাইরে থেকে আলোকসজ্জা দিয়ে যতটা ফুটিয়ে তোলা হয়েছে তার পাশাপাশি ভেতর থেকেও কারুকার্য করা হয়েছে সুনিপুন দক্ষতার সঙ্গে।
advertisement
উল্লেখ্য, কলকাতা সঙ্গে পাল্লা দিয়ে ভিড় বেড়েই চলেছে নদিয়ার কল্যাণীতেও। জেলা ছাড়িয়ে কলকাতা ও অন্যান্য জেলা থেকেও কাতারে কাতারে মানুষ আসছেন কল্যাণীতে পুজো মণ্ডপ পরিক্রমার জন্য। এর আগের বছর কল্যাণী এ নাইস স্কোয়ার পার্ক চারধাম মন্দির দর্শন করিয়ে তাক লাগিয়ে দিয়েছিল দর্শনার্থীদের। এ বছরেও আশাহত করেনি তারা দর্শকদের।
advertisement
advertisement
প্রসঙ্গত, ইতিমধ্যেই বেজে গিয়েছে পুজোর কাসর ঘন্টা। মহালয়া থেকেই বেশ কিছু মন্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে। উদ্বোধনের পর থেকেই দর্শকের ভিড় রয়েছে প্রত্যেকটি নামকরা পূজা মন্ডপে। কেউ বানাতে ব্যস্ত রিলস, কেউবা ছবি তুলে সোশ্যাল মাধ্যমে দেওয়ার উদ্দেশপ্রথম থেকেই কাতারে কাতারে দর্শক পৌঁছে গিয়েছে বিভিন্ন নামকরা বড় বড় পুজো প্যান্ডেলে।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: থিম-প্রতিমা-আলোক সজ্জা সবতেই চোখ ধাঁধানো! কল্যাণীর এই পুজো না দেখলে বড় মিস
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement