Ferry Service: কনকনে ঠান্ডার মাঝেই ভরপুর কুয়াশা, নদিয়া-বর্ধমানে দীর্ঘক্ষণ বন্ধ ফেরি চলাচল! যাত্রী ভোগান্তির মাঝেই জানুন বর্তমান পরিস্থিতি
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Nadia East Bardhaman Ferry Service: ঘন কুয়াশার জেরে বুধবার নদিয়া ও বর্ধমানে সকাল দিকে পুরোপুরি স্তব্ধ হয়ে যায় ফেরি চলাচল। যার জেরে চরম ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।
পূর্ব বর্ধমান ও নদিয়া, রণদেব মুখোপাধ্যায় ও নবকুমার রায়: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঢেকেছে ঘন কুয়াশায়। আর এই ঘন কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা, যার জেরে বিভিন্ন জায়গায় যান চলাচল ব্যাহত, নদিয়া ও বর্ধমানে সকাল দিকে পুরোপুরি স্তব্ধ হয়ে যায় ফেরি চলাচল। যার জেরে চরম ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।
ঘন কুয়াশার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে কালনা শান্তিপুর ফেরি পরিষেবা। মূলত ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে কালনা, কুয়াশার কারণে সামনের দৃশ্য ঠিক মতো দেখা যাচ্ছে না তাই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে তিন ঘন্টার বেশি সময় বন্ধ থাকে কালনা ও নদিয়া ফেরি চলাচল, চরম বিপাকে পড়েন সাধারণ মানুষরা। কুয়াশা না কাটলে বন্ধ থাকবে ফেরি ঘাট, এমনটাই জানানো হয়। যদিও পরে কুয়াশা কম হতেই ফেরি চলাচল শুরু হয়।
advertisement
advertisement
অন্যদিকে কুয়াশার কারণে আলো জ্বালিয়ে যানবাহন চালাতে দেখা যায় অনেকেই, পাশাপাশি কালনার প্রধান STKK সড়কে ধীর গতিতে যাতায়াত করে ভারী যানবাহন, তবে নদিয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতু বেহাল হওয়ার কারণে কালনার ফেরি ঘাটে উপচে পড়ে পারাপারের জন্যে ভীড়, কয়েকশ বড় গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায় ফেরি ঘাটের সামনে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একইভাবে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় নৌকা চলাচল বন্ধ হয়ে যায় কাটোয়া বল্লবপাড়া ফেরিঘাটে। যাত্রী নিরাপত্তার স্বার্থে ফেরি সার্ভিস সকাল থেকে বন্ধ রেখে ছিল ফেরিঘাট কর্তৃপক্ষ। নদিয়া জেলার একাংশের সঙ্গে পূর্ব বর্ধমান জেকার যোগেযোগ রক্ষাকারী ভাগীরথী নদীর উপর এই ফেরঘাট খুবই গুরুত্বপূর্ণ ফেরিপথ।ফেরিঘাটের কর্মী সোমনাথ ঘোষ জানান, কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। নৌকা ভেসে যেতে পারে। যাত্রী নিরাপত্তার স্বার্থে প্রশাসনের নির্দেশে ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে যাত্রীরা নৌকা না পেয়ে ফেরিঘাটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 24, 2025 11:23 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ferry Service: কনকনে ঠান্ডার মাঝেই ভরপুর কুয়াশা, নদিয়া-বর্ধমানে দীর্ঘক্ষণ বন্ধ ফেরি চলাচল! যাত্রী ভোগান্তির মাঝেই জানুন বর্তমান পরিস্থিতি








