North 24 Parganas News: ঘন কুয়াশার মাঝে দু'দিক থেকে ধেয়ে এল জোড়া ট্রেন! কিছু বুঝে ওঠার আগেই সব শেষ, মর্মান্তিক পরিণতি দেগঙ্গার বৃদ্ধার
- Published by:Madhab Das
- local18
Last Updated:
North 24 Parganas News: ঘন কুয়াশার জেরে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক পরিণতি হল এক পথচলতি এক মহিলার। রেললাইনের পাশ দিয়ে যাতায়াত করার সময় এমন দুর্ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: ঘন কুয়াশার জেরে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক পরিণতি হল এক পথচলতি এক মহিলার। রেললাইনের পাশ দিয়ে যাতায়াত করার সময় এমন দুর্ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকার বাসিন্দাদের এই এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তার দাবি ছিল।
ভয়ঙ্কর এমন দুর্ঘটনাটি ঘটেছে বুধবার। ঘটনাটি ঘটেছে বারাসাত হাসনাবাদ শাখার কাঁকড়া মির্জানগর স্টেশনের কাছে। যেখানে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মৃত ওই মহিলা দেগঙ্গার বাসাবাটি এলাকার বাসিন্দা। তাঁর নাম রশিদা বিবি বলেই জানা গিয়েছে, তাঁর বয়স ৬০ বছর।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি কাজের জন্য কলকাতা যাতায়াত করে থাকেন। বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে বারাসত-হাসনাবাদ রেল শাখার কাঁকড়া মির্জানগর ষ্টেশন প্রতিদিনের মতো বুধবার সকালেও ট্রেন ধরবেন বলে ট্রেন লাইনের উপর দিয়ে যাচ্ছিলেন। কিন্তু তিনি ঘন কুয়াশায় ট্রেন আসছে তা বুঝতে না পারেন নি। ফলে আচমকা ট্রেনের ধাক্কায় শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এলাকার মানুষের দাবি, তারা দীর্ঘদিন ধরেই রেললাইনের পাশ দিয়ে রাস্তার দাবি করে আসছিলেন। ঘন কুয়াশার কারণেই প্রাণ গেল রশিদার, শোকের ছায়া এলাকায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃত মহিলার মেয়ে টুম্পা বিবি জানিয়েছেন, ঘন কুয়াশায় দুদিক থেকে ট্রেন আসছিল তা তার মা বুঝতে পারেননি। এমন সময় পিছন দিক থেকে ট্রেনের ধাক্কায় তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকায় রাস্তার একটা দাবি দীর্ঘদিন ধরেই রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 24, 2025 10:15 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ঘন কুয়াশার মাঝে দু'দিক থেকে ধেয়ে এল জোড়া ট্রেন! কিছু বুঝে ওঠার আগেই সব শেষ, মর্মান্তিক পরিণতি দেগঙ্গার বৃদ্ধার









