দোকান বন্ধ করে ফেরার সময় দুষ্কৃতী হামলা! ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা ছিনতাই, শহরে শোরগোল
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Nadia Businessman Robbed: অভিযোগ, শান্তিপুর শ্যামবাজার এলাকায় হেলথ কেয়ারের সামনে একটি গাড়িতে থাকা ৩ জন দুষ্কৃতী ওই ব্যবসায়ীর পথ আটকায়। মারধর করে তাঁদের কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় হামলাকারীরা
নদিয়া, রঞ্জিত সরকারঃ দোকান বন্ধ করে ফেরার সময় ব্যবসায়ীর উপর দুষ্কৃতীদের হামলা। মোবাইল ফোন ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা ছিনতাই। নদিয়ার শান্তিপুর থানার শ্যামবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।
সূত্রের খবর, শান্তিপুরের নতুন হাট এলাকার এক মোবাইল ব্যবসায়ী মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাইকে করে বাড়ি ফিরছিলেন। বাইকের পিছনে তাঁর এক বন্ধুও বসেছিলেন। সেই সময় আচমকা দুষ্কৃতীরা হামলা চালায়। মারধর করে তাঁদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেন হামলাকারীরা।
আরও পড়ুনঃ খেলতে খেলতেই হঠাৎ…! কাকদ্বীপে ২ শিশুর মৃত্যু, ভরদুপুরে মর্মান্তিক ঘটনা
অভিযোগ, শান্তিপুর শ্যামবাজার এলাকায় হেলথ কেয়ারের সামনে একটি গাড়িতে থাকা ৩ জন দুষ্কৃতী ওই ব্যবসায়ীর পথ আটকায়। মারধর করে তাঁদের কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় হামলাকারীরা। পুজোর মুখে এভাবে ব্যবসায়ী আক্রান্ত হওয়ার ঘটনায় শান্তিপুরের ব্যবসায়ী মহলের কপালে চিন্তার ভাঁজ।
advertisement
advertisement
এদিকে ছিনতাইয়ের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। আক্রান্ত ব্যবসায়ীর দাবি, তাঁদের কাছে থাকা ব্যাগে প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা ছিল যা দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে। বুধবার ওই ব্যবসায়ী শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 17, 2025 4:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দোকান বন্ধ করে ফেরার সময় দুষ্কৃতী হামলা! ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা ছিনতাই, শহরে শোরগোল