Nadia Blast: ছিটকে গেল একের পর এক ঝলসানো দেহ, ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল কল্যাণীর বাজি কারখানা, মৃত ৪
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Kalyani Blast: হঠাৎই দুপুর দুটো নাগাদ ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে এই বাজি কারখানা চত্বর। এদিক ওদিক পরে রয়েছে ঝলসানো দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী।
নদিয়া: কল্যাণী রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থলেই কমপক্ষে চারজনের মৃত্যু। হঠাৎই দুপুর দুটো নাগাদ ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে এই বাজি কারখানা চত্বর। এদিক ওদিক পরে রয়েছে ঝলসানো দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী।
আশঙ্কা করা হচ্ছে আরও বহু মানুষ আটকে রয়েছে ঘটনাস্থলে। ঘিঞ্জি এলাকায় এমন দুর্ঘটনায় বেগ পেতে হচ্ছে দমকলের উদ্ধারকারীদের। উদ্ধারকাজের হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
মৃতদের মধ্যে দু’জন মহিলা বলেই এখনও পর্যন্ত জানা গিয়েছে। আদৌ ওই বাজি কারখানা বৈধ কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা।
advertisement
এখনও পর্যন্ত চারজনের মৃত্য়ুর খবর পাওয়া গেলেও আরও বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা হওয়াতে আগুন নেভাতে বড় রকমের বাধার মুখে পড়তে হচ্ছে দমকল কর্মীদের। এলাকার টিউবওয়েল থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।
advertisement
রঞ্জিত সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2025 2:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia Blast: ছিটকে গেল একের পর এক ঝলসানো দেহ, ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল কল্যাণীর বাজি কারখানা, মৃত ৪