La Nina: রেকর্ড ভাঙল জানুয়ারি...! জ্বলবে-পুড়বে আরও? 'লা নিনা' প্রভাব আর কতদিন? ২০২৫-এর আবহাওয়ার বিরাট আপডেট! চরম ভবিষ্যৎবাণী আবহাওয়াবিদদের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
বিশ্ব আবহাওয়ার বড় ইঙ্গিত। ২০২৫ সালের আবহাওয়ার ক্ষেত্রে আসতে চলেছে বিরাট রদবদল। লা নিনার প্রভাবের কারণে বিজ্ঞানীরা আশা করেছিলেন, ২০২৫ সালে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম হবে। কিন্তু সেই পূর্বাভাস সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে জানুয়ারির রেকর্ড তাপ। এবার কী হতে চলেছে?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা থেকে প্রাপ্ত একটি তথ্য সংকলন, ERA5, বিশ্বব্যাপী বায়ুমণ্ডলীয় অবস্থা, সমুদ্রের তরঙ্গ এবং ভূমি পৃষ্ঠের বিভিন্ন উপাদান রেকর্ড করে। এটি ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং (ECMWF) দ্বারা ভাগ করা হয়েছে। এই তথ্য ১৯৪০ সাল থেকে এখনও পর্যন্ত জলবায়ু পরিবর্তনের চিত্র তুলে ধরে।
advertisement
বৈশ্বিক তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি:জানুয়ারি মাসে, কেবল উত্তর গোলার্ধেই নয়, দক্ষিণ গোলার্ধেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। জলবায়ু ইতিহাসবিদ এম. হেরেরার মতে, ৩১ জানুয়ারি, ২০২৫ তারিখে জ্যামাইকা এবং মাদাগাস্কারের মতো অঞ্চলেও তাপমাত্রার রেকর্ড ভেঙে যায়। সাধারণত লা নিনার সময় তাপমাত্রার হ্রাস দেখা যায় কিন্তু এবার ঘটেছে উল্টোটা।