East Bardhaman News : একাকী বৃদ্ধার ওপর অমানবিক অত্যাচার নাদনঘাটে, গ্রেফতার প্রতিবেশী যুবক! ক্ষোভে ফুঁসছে এলাকা

Last Updated:

East Bardhaman News : গভীর রাতে বৃদ্ধার ওপর পাশবিক নির্যাতন। ঘটনায় তীব্র চাঞ্চল্য নাদনঘাটে। অভিযোগ প্রতিূবেশী যুবকের দিকে।

কালনা মহকুমা হাসপাতাল
কালনা মহকুমা হাসপাতাল
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, নবকুমার রায় : নাদনঘাট থানায় এলাকায় গভীর রাতে বৃদ্ধার ওপর পাশবিক নির্যাতন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। গুরুতর অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধাকে রবিবার সকালের পর ভর্তি করা হয়েছে কালনা মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে ঘটনায় অভিযুক্ত এলাকার এক প্রতিবেশী যুবক।
অভিযুক্ত যুবককে এদিন রবিবার দুপুরে গ্রেফতার করে নাদনঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই যুবকের বিরুদ্ধে এর আগেও এইরকম অভিযোগ উঠেছে। পাশাপাশি ওই বৃদ্ধার পরিবার সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধা একাই থাকতেন। এরপর গভীর রাতে ওই যুবক বৃদ্ধার ঘরে ঢুকে নির্যাতন চালায় বলে অভিযোগ।
advertisement
advertisement
অন্যদিকে পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার শরীরও একাধিক আঘাত রয়েছে। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কালনা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। অন্যদিকে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এলাকা চাপা উত্তেজনা রয়েছে। প্রতিবেশী যুবকের এমন কাণ্ডে সকলেই রীতিমতো অবাক।
আরও পড়ুন : দু’দিনের জমাটি মিনি ফুটবল প্রতিযোগিতা, পুরস্কারের তালিকায় জোড়া চারচাকা সহ কত কী! ম্যাচ দেখতে হাওড়ায় জনসমুদ্র
আবার এই ঘটনার পরে, এলাকায় বসবাস করা একাকী মহিলাদের নিরাপত্তা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। সকলেই বলছেন, এখজন বৃদ্ধা যেখানে প্রতিবেশীর লালসার শিকার হয়, সেখানে প্রশাসনের আরও বেশি নজরদারি প্রয়োজন। পাশাপাশি অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। পুরো ঘটনার তদন্তে পুলিশ আরও তথ্য খুঁজে বার করার চেষ্টা করছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News : একাকী বৃদ্ধার ওপর অমানবিক অত্যাচার নাদনঘাটে, গ্রেফতার প্রতিবেশী যুবক! ক্ষোভে ফুঁসছে এলাকা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজ, আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা
রাজ্যে শীতের আমেজ, আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা
  • রাজ্যে শীতের আমেজ

  • আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement