Nabo Joyar | Abhishek Banerjee: মুখ্যমন্ত্রী বিরোধী পোস্টার ঠাকুরবাড়িতে! অভিষেকের আসা নিয়ে জোর তরজা, গোবরে হবে শুদ্ধিকরণ!

Last Updated:

Nabo Joyar | Abhishek Banerjee: শান্তনু ঠাকুরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে তারপর গোবর দিয়ে শুদ্ধিকরণ করা হবে গোটা মন্দির।

এই সেই পোস্টার!
এই সেই পোস্টার!
ঠাকুরনগর: তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে জেলায় এসেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে মতুয়া সম্প্রদায়ের পিঠস্থান ঠাকুরনগর ঠাকুর বাড়িতেও আসবেন অভিষেক। পুজো দেওয়ার পাশাপাশি বীণাপাণি দেবী অর্থাৎ বড়মার ঘর সহ গোটা মন্দির এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। আর তার আসার আগেই এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার লক্ষ্য করা গেল মন্দির চত্বর এলাকায়। আর তা নিয়েই ইতিমধ্যে শুরু রাজনৈতিক তরজা। শুধু তাই নয়, অভিষেকের আসা নিয়ে মতুয়া সম্প্রদায়ের একাংশের মানুষ বলছেন মন্দিরে প্রবেশ করতে দেবেন না তাঁকে,  যত সময় না পর্যন্ত ক্ষমা চাইবেন মুখ্যমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের জন্য। পাশাপাশি শান্তনু ঠাকুর ও হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে তারপর গোবর দিয়ে শুদ্ধিকরণ করা হবে গোটা মন্দির।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরবাড়িতে আসার আগেই গোটা এলাকার পাশাপাশি ঠাকুরবাড়িতে সাজো সাজো রব৷ তার মধ্যেই এদিন ঠাকুরবাড়ির মন্দিরের আশপাশে পোস্টার পরে মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে। পোস্টারে লেখা রয়েছে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্য করে অপমান করেছে তার জন্য ধিক্কার। নীচে লেখা রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ৷
advertisement
advertisement
এ বিষয়ে মতুয়া মহাসঙ্গের এক সদস্য বলেন, ”মুখ্যমন্ত্রী ঠাকুরকে নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার জন্য এখনও ক্ষমা চাননি। যতক্ষণ ক্ষমা না চাইবে মতুয়া পাগল গোসাই ভক্তরা আরও নানাভাবে প্রতিবাদ জানিয়ে যাবে।”
মতুয়া আরও এক ভক্ত জানান, ”আমাদের ঠাকুরকে অপমান করেছে ৷ ক্ষমা না চাইলে মন্দিরে কাউকে ঢুকতে দেওয়া হবে না৷” ফলে মনে করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরবাড়ি আসা নিয়ে তৈরি হতে পারে সমস্যা। প্রশাসনের তরফ থেকেও বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হবে বলেও সূত্রের খবর। যদিও এই বিষয়টি নিয়ে শাসকদলের কোন প্রতিক্রিয়া মেলেনি। সকলেই আজ মেতে নব জোয়ার কর্মসূচি নিয়ে।
advertisement
—– Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nabo Joyar | Abhishek Banerjee: মুখ্যমন্ত্রী বিরোধী পোস্টার ঠাকুরবাড়িতে! অভিষেকের আসা নিয়ে জোর তরজা, গোবরে হবে শুদ্ধিকরণ!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement