Nabanna Festival in Burdwan: আনন্দের উৎসব পরিণত হল কান্নায়, নবান্ন উৎসবের প্রসাদ খেয়ে অসুস্থ শতাধিক গ্রামবাসী
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
গুরুতর অসুস্থ অবস্থায় ১২ জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে
#বর্ধমান: নবান্ন উৎসবের (Nabanna Festival in Burdwan) প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক গ্রামবাসী। গুরুতর অসুস্থ অবস্থায় ১২ জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় গ্রামে পাঠানো হয় মেডিক্যাল টিম। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার পিলখুরি গ্রামে এই ঘটনা ঘটেছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রসাদের (Nabanna Festival in Burdwan) মধ্যে খারাপ কিছু মিশে যাওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গ্রামে নবান্ন (Nabanna Festival in Burdwan) উৎসব ছিল। সেই উপলক্ষে শতাধিক মানুষের সমাগম হয় গ্রামে। গ্রামের মনসা মন্দিরে নবান্নের পুজোর পর সকলকে প্রসাদ বিতরণ করা হয়। তারপর থেকেই একে একে ডায়েরিয়ার উপসর্গ নিয়ে ১০০-রও বেশি শিশু-পুরুষ-মহিলা অসুস্থ হয়ে পড়েন।
advertisement
advertisement
পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম জানান,অসুস্থতার খবর আসতেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রামে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। গ্রামে যান প্রশাসনিক আধিকারিক ও জন প্রতিনিধিরা। ১২ জন বর্ধমান মেডিক্যালে ভর্তি আছেন। তাঁদের সামগ্রিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রসাদের মধ্যে খারাপ কিছু মিশে যাওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
advertisement
বাসিন্দারা বলেন, এলাকায় উৎসবের মেজাজেই নবান্ন পালিত হয়। গ্রামে মনসা মন্দিরে নবান্নের পুজো হয়। সেই উপলক্ষ্যে বাড়িতে বাড়িতে আত্মীয় সমাগম ঘটে। পুজোর পর পায়েস, পিঠে-সহ নতুন চালের নানা পদ রান্না করা হয়। বারো মাসে তেরো পার্বণ থাকলেও নবান্নের দিনটির জন্য এই গ্রামের বাসিন্দা সারা বছরের অপেক্ষায় থাকেন। সেই উৎসবের দিনে এমন ঘটনা ঘটবে তা ভেবে ওঠা যায়নি। প্রসাদ খেয়ে ঘরে ঘরে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। ফলে উদ্বেগের মধ্যে সময় কাটাতে হচ্ছে সবাইকেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 11, 2021 4:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nabanna Festival in Burdwan: আনন্দের উৎসব পরিণত হল কান্নায়, নবান্ন উৎসবের প্রসাদ খেয়ে অসুস্থ শতাধিক গ্রামবাসী