Ganga Puja: গঙ্গা পুজোর আগে ব্যারিকেড নবদ্বীপের ঘাটে ঘাটে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Ganga Puja: গঙ্গা স্নান করতে নেমে জলে তলিয়ে যাওয়া সহ কোনওরকম দুর্ঘটনা এড়াতে এবারেও নবদ্বীপ পুরসভার তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ
নদিয়া: গঙ্গা পুজোয় নবদ্বীপে গঙ্গার ঘাটে দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ নবদ্বীপ পুরসভার। সামনেই গঙ্গা পুজো। অন্যান্য জায়গার পাশাপাশি নবদ্বীপের গঙ্গার বিভিন্ন ঘাটগুলোতেও আয়োজন করা হয় গঙ্গা পুজো। পাশাপাশি এই বিশেষ দিনে গঙ্গা স্নানের জন্য নবদ্বীপে আসেন বহু পূর্ণ্যার্থী। অন্যান্য উৎসব অনুষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে এই গঙ্গা পুজোতেও নবদ্বীপে সমাগম ঘটে লক্ষাধিক মানুষের।
ফলে গঙ্গা স্নান করতে নেমে জলে তলিয়ে যাওয়া সহ কোনওরকম দুর্ঘটনা এড়াতে এবারেও নবদ্বীপ পুরসভার তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।নবদ্বীপের পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা জানান, প্রতি বছরই গঙ্গা পুজোতে অসংখ্য মানুষের সমাগম ঘটে। বিগত দিনে গঙ্গায় স্নান করতে গিয়ে বহু দুর্ঘটনা ঘটেছে। তাই সতর্কতা ও নিরাপত্তার জন্য শহরের সব গঙ্গার ঘাটে স্নানের জন্য নির্দিষ্ঠ জায়গায় অস্থায়ীভাবে ব্যারিকেড করে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে কোনওরকম অসাবধানতা বা দুর্ঘটনার হাত থেকে পূর্ণার্থীদের নিরাপত্তা দেওয়া যায়।
advertisement
advertisement
পুরপ্রধান আরও জানান, বিপর্যয় মোকাবিলা দফতরের টিম গঙ্গার ঘাটগুলোয় উপস্থিত থাকবে। যাতে জরুরি পরিস্থিতিতে তাঁরা সহায়তা করতে পারেন। উল্লেখ্য, থাকে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত নবদ্বীপের বিভিন্ন গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেছে প্রায় ২০ জন। উৎসবের দিনে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানোর জন্যই এই বিশেষ পদক্ষেপ নবদ্বীপ পুরসভার তরফ থেকে নেওয়া হয়েছে।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2024 11:37 AM IST