Viswa Bharati student death: হোয়াটস্যাপ চ্যাটে হুমকি, রহস্য! কোন চাপে আত্মঘাতী বিশ্বভারতীর ছাত্রী?

Last Updated:

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বভারতীর শিল্প সদনের পড়ুয়া ওই ছাত্রী হস্টেলের ভিতরেই বিষ খান৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
বোলপুর: বিশ্বভারতীর ছাত্রীর আত্মহত্যার ঘটনায় নয়া মোড়৷ মৃত ছাত্রীর মোবাইলের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে পুলিশের অনুমান, কোনও কারণে ৫ লক্ষ টাকা চেয়ে ওই ছাত্রীর উপরে চাপ তৈরি করেছিলেন এক ব্যক্তি৷ হুমকিও দেওয়া হচ্ছিল তাঁকে৷ সেই মানসিক চাপ থেকেই ওই ছাত্রী আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের৷
শুধু তাই নয়, তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, টাকা তোলার জন্য বোনের অসুস্থতার অজুহাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পড়ুয়া এবং অধ্যাপকদের থেকে টাকাও তুলতে শুরু করেছিলেন ওই ছাত্রী৷ প্রায় ৭০ হাজার টাকা তুলেওছিলেন তিনি৷ যদিও উত্তরপ্রদেশের বেনারসের বাসিন্দা ছাত্রীর পরিবারের সদস্যরা বোলপুরে পৌঁছে জানিয়েছেন, ওই ছাত্রীর কোনও বোনই অসুস্থ নন৷ এর থেকেই তদন্তকারীদের দৃঢ় ধারণা, টাকা দেওয়ার জন্য প্রবল চাপ ছিল ওই ছাত্রীর উপরে৷
advertisement
পুলিশ সূত্রে খবর, হোয়াটসঅ্যাপ চ্যাটে এক ব্যক্তি টাকা চেয়ে ক্রমাগত চাপ দিচ্ছিলেন ওই ছাত্রীর উপরে৷ টাকা না দিলে তার পরিণতিও খুব খারাপ হবে বলে ওই ছাত্রীকে হিন্দিতে হুমকি দেওয়া হয়েছিল৷ পাল্টা ওই ছাত্রীও শেষ বার ওই ব্যক্তিকে লেখেন, ‘আপনি কী করবেন?’ জবাবে ওই ব্যক্তি লেখেন, ‘অপেক্ষা করো, বুঝতে পারবে৷’
advertisement
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বভারতীর শিল্প সদনের পড়ুয়া ওই ছাত্রী হস্টেলের ভিতরেই বিষ খান৷ অন্যান্য ছাত্রীরা বিষয়টি জানতে পেরে হস্টেলের ওয়ার্ডেনকে খবর দেন৷ ওয়ার্ডেন এলে ওই ছাত্রী নিজেই তাঁকে বলেন, আমি বিষ খেয়েছি, আমাকে বাঁচান৷ পরে বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে মৃত্যু হয় ওই ছাত্রীর৷
advertisement
মৃত ছাত্রীর সহপাঠীরা জানিয়েছেন, গত ৭ অগাস্ট বিশ্বভারতীর অধ্যাপক এবং পড়ুয়াদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান ওই ছাত্রী৷ সেখানে তিনি লেখেন, বোনের চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা প্রয়োজন৷ কিন্তু তাঁর পরিবার ৪ লক্ষ ৩০ হাজার টাকার ব্যবস্থা করতে পেরেছে৷ বাকি ৭০ হাজার টাকার জন্য সাহায্যে চেয়ে সহপাঠী এবং অধ্যাপকদের কাছে আবেদন করেন ওই ছাত্রী৷ সেই আবেদনে সাড়া দিয়ে ছাত্রীর অ্যাকাউন্টে টাকাও পাঠান বিশ্বভারতীর অধ্যাপক এবং পড়ুয়ারা৷ পুলিশ অবশ্য তদন্তে জানতে পেরেছে ওই টাকা ছাত্রীর অ্যাকাউন্টে নেই৷ বরং ছাত্রীর অ্যাকাউন্ট থেকে তা অন্য দুটি অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ কাদের ওই টাকা পাঠান হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ৷ তাহলেই ছাত্রীর মৃত্যু রহস্যের কিনারা হবে বলে মত তদন্তকারীদের৷
advertisement
আত্মঘাতী ওই ছাত্রীর এক সহপাঠী জানিয়েছেন, টাকা উঠে যাওয়ার পরেও উৎকণ্ঠায় থাকতেন ওই ছাত্রী৷ কারণ জানতে চাইলে হোয়াটসঅ্যাপ চ্যাটে তিনি জানান, ‘আমার শরীর ঠিক নেই, এক ব্যক্তি ঋণের টাকা ফেরত চেয়ে আমাকে মানসিক অত্যাচার করছেন, আমার কাছে অত টাকা নেই। তারপরও আমাকে হুমকি দিচ্ছেন। কী করব কিছু বুঝতে পারছিনা৷’ এরপরেই অভিযুক্তের সঙ্গে হোয়টসঅ্যাপে তাঁর কথোপকথন ওই সহপাঠীকে পাঠিয়েও দেন আত্মঘাতী ছাত্রী৷ সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরেই অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viswa Bharati student death: হোয়াটস্যাপ চ্যাটে হুমকি, রহস্য! কোন চাপে আত্মঘাতী বিশ্বভারতীর ছাত্রী?
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটায় মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement