Kunal Ghosh attacks Dev: 'একেই বলে সুপারস্টার!' ফের নিশানায় দেব, ঘাটালের সাংসদের উপরে কেন চটলেন কুণাল?

Last Updated:

দু দিন আগেই ঘাটালে কন্যাশ্রী প্রকল্পের তুলনা টেনে দেবের মন্তব্যে বিতর্ক ছড়িয়েছিল৷

কুণালের নিশানায় আবারও দেব৷
কুণালের নিশানায় আবারও দেব৷
কলকাতা: আবারও তৃণমূলে দেব-কুণাল সংঘাত৷ এবার ঘাটাল মহকুমা হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হওয়া ডায়ালিসিস ইউনিট দেব ফের নিজের নামে উদ্বোধন করেছেন বলে অভিযোগ আনলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ৷ দেবকে সুপারস্টার বলে কটাক্ষও করেছেন তৃণমূল নেতা৷
নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন, ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ১২ মার্চ, ভার্চুয়ালি৷ স্থানীয় কর্তাব্যক্তিরাও ছিলেন। এবার ৪/৯ ওই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে সিএম-এর নাম পাল্টে এমপি৷ সুপারস্টার একেই বলে৷ এলাকার মানুষ তো অবাক৷ কনগ্র্যাটস দেব৷
advertisement
advertisement
প্রসঙ্গত, দু দিন আগেই ঘাটালে কন্যাশ্রী প্রকল্পের তুলনা টেনে দেবের মন্তব্যে বিতর্ক ছড়িয়েছিল৷ আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে দেব বলেছিলেন, কন্যাদের রক্ষা করতে না পারলে কন্যাশ্রী, বেটি বচাও বেটি পড়াও-এর মতো প্রকল্প অর্থহীন৷ দেবের এই মন্তব্য খুব ভাল ভাবে নেননি শাসক দলের অনেক নেতাই৷ এ দিন দেবকে নিশানা করে কুণালের এই সোশ্যাল মিডিয়া পোস্ট-ও ঘাটালের সাংসদের করা মন্তব্যের জের কি না, তা নিয়ে জল্পনা ছড়িয়েছে৷
advertisement
এর আগেও দেব এবং কুণাল ঘোষের সংঘাতে অস্বস্তিতে পড়তে হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে৷ মিঠুন চক্রবর্তীকে করা কুণালে মন্তব্যে আপত্তি জানিয়েছিলেন দেব৷ তা নিয়েই পাল্টা দেবকে আক্রমণ শানিয়েছিলেন কুণাল৷ গত লোকসভা নির্বাচনেও প্রার্থী হতে রাজি হননি দেব৷ শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে তাঁকে প্রার্থী হতে রাজি করান৷ সাংসদ হওয়ার পর ফের শাসক দলের অন্দরেই দেবকে নিয়ে বিতর্ক শুরু হল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh attacks Dev: 'একেই বলে সুপারস্টার!' ফের নিশানায় দেব, ঘাটালের সাংসদের উপরে কেন চটলেন কুণাল?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement