Birbhum news: রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, স্বামীর হাত-পা বাঁধা! বীরভূমের রাস্তায় ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

প্রাথমিক ভাবে পুলিশ মনে করেছিল, ওই যুবকের মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে বাধা পেয়েই দুষ্কৃতীরা ওই দম্পতির উপরে হামলা চালায়৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
মহম্মদবাজার: রহস্যজনক ভাবে রাস্তার ধার থেকে উদ্ধার স্ত্রীর দেহ, পাশে হাত পা বাঁধা আহত অবস্থায় উদ্ধার স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বীরভূমের মহম্মদবাজারে৷ প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, বাইক চুরির ঘটনায় বাধা দিতে গিয়েই আক্রান্ত হয়েছেন দম্পতি৷
যদিও এ দিন সকালে মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে তাঁর স্বামীর বিরুদ্ধেই থানায় অভিযোগ জানানোর পরই বিষয়টি অন্য মাত্রা পেয়েছে৷
গতকাল রাতে এই ঘটনা ঘটেছে বীরভূমের মহম্মদবাজারের সালুকা গ্রামে৷ নিজের শ্বশুরবাড়ি থেকে স্ত্রী সুচিত্রাকে নিয়ে ফিরছিলেন মহম্মদবাজারের হিংলো গ্রামের বাসিন্দা সন্দীপ দাস৷ রাতে সালুকা গ্রামের কাছে রাস্তার ধার থেকেই দু জনকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা৷ রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন সুচিত্রা বাগদি৷ তার পাশে হাত পা বাঁধা অবস্থায় পড়েছিলেন পেশায় রাজমিস্ত্রি সন্দীপ৷
advertisement
advertisement
প্রাথমিক ভাবে পুলিশ মনে করেছিল, ওই যুবকের মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে বাধা পেয়েই দুষ্কৃতীরা ওই দম্পতির উপরে হামলা চালায়৷ মুখে কাপড় বাঁধা এবং হাত-পা বাঁধা অবস্থায় পড়েছিলেন সন্দীপ৷ তার পাশেই মৃত অবস্থায় পড়েছিলেন সুচিত্রা৷ তাঁর শরীরে ধারাল অস্ত্রের আঘাত ছিল৷ পাশেই পড়েছিল সন্দীপের মোটরসাইকেল৷
advertisement
আহত অবস্থায় সন্দীপকে হাসপাতালে ভর্তি করে পুলিশ৷ এর পরেই এ দিন সকালে চাঞ্চল্যকর অভিযোগ করে মৃত সুচিত্রার পরিবার৷ অভিযোগ করা হয়, সাত মাস আগেই সন্দীপের সঙ্গে সুচিত্রার বিয়ে হয়৷ দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পরেও সন্দীপ সুচিত্রাকে বিয়ে করতে রাজি হননি বলে অভিযোগ৷ এর পর মহম্মদবাজার থানার হস্তক্ষেপে মন্দিরে বিয়ে হয় দু জনের৷
advertisement
মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেও নিয়মিত ওই দম্পতির মধ্যে অশান্তি চলত৷ গত কয়েকদিন ধরেই নিজের বাপের বাড়িতে ছিলেন সুচিত্রা৷ মঙ্গলবার রাতে সেখান থেকেই স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন সন্দীপ৷ ফেরার পথেই এই ঘটনা ঘটে৷ ওই যুবক এখনও হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করতে পারেনি পুলিশ৷ সন্দীপের অবস্থা একটু স্থিতিশীল হলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum news: রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, স্বামীর হাত-পা বাঁধা! বীরভূমের রাস্তায় ভয়ঙ্কর কাণ্ড
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement