Birbhum news: রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, স্বামীর হাত-পা বাঁধা! বীরভূমের রাস্তায় ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

প্রাথমিক ভাবে পুলিশ মনে করেছিল, ওই যুবকের মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে বাধা পেয়েই দুষ্কৃতীরা ওই দম্পতির উপরে হামলা চালায়৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
মহম্মদবাজার: রহস্যজনক ভাবে রাস্তার ধার থেকে উদ্ধার স্ত্রীর দেহ, পাশে হাত পা বাঁধা আহত অবস্থায় উদ্ধার স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বীরভূমের মহম্মদবাজারে৷ প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, বাইক চুরির ঘটনায় বাধা দিতে গিয়েই আক্রান্ত হয়েছেন দম্পতি৷
যদিও এ দিন সকালে মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে তাঁর স্বামীর বিরুদ্ধেই থানায় অভিযোগ জানানোর পরই বিষয়টি অন্য মাত্রা পেয়েছে৷
গতকাল রাতে এই ঘটনা ঘটেছে বীরভূমের মহম্মদবাজারের সালুকা গ্রামে৷ নিজের শ্বশুরবাড়ি থেকে স্ত্রী সুচিত্রাকে নিয়ে ফিরছিলেন মহম্মদবাজারের হিংলো গ্রামের বাসিন্দা সন্দীপ দাস৷ রাতে সালুকা গ্রামের কাছে রাস্তার ধার থেকেই দু জনকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা৷ রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন সুচিত্রা বাগদি৷ তার পাশে হাত পা বাঁধা অবস্থায় পড়েছিলেন পেশায় রাজমিস্ত্রি সন্দীপ৷
advertisement
advertisement
প্রাথমিক ভাবে পুলিশ মনে করেছিল, ওই যুবকের মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে বাধা পেয়েই দুষ্কৃতীরা ওই দম্পতির উপরে হামলা চালায়৷ মুখে কাপড় বাঁধা এবং হাত-পা বাঁধা অবস্থায় পড়েছিলেন সন্দীপ৷ তার পাশেই মৃত অবস্থায় পড়েছিলেন সুচিত্রা৷ তাঁর শরীরে ধারাল অস্ত্রের আঘাত ছিল৷ পাশেই পড়েছিল সন্দীপের মোটরসাইকেল৷
advertisement
আহত অবস্থায় সন্দীপকে হাসপাতালে ভর্তি করে পুলিশ৷ এর পরেই এ দিন সকালে চাঞ্চল্যকর অভিযোগ করে মৃত সুচিত্রার পরিবার৷ অভিযোগ করা হয়, সাত মাস আগেই সন্দীপের সঙ্গে সুচিত্রার বিয়ে হয়৷ দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পরেও সন্দীপ সুচিত্রাকে বিয়ে করতে রাজি হননি বলে অভিযোগ৷ এর পর মহম্মদবাজার থানার হস্তক্ষেপে মন্দিরে বিয়ে হয় দু জনের৷
advertisement
মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেও নিয়মিত ওই দম্পতির মধ্যে অশান্তি চলত৷ গত কয়েকদিন ধরেই নিজের বাপের বাড়িতে ছিলেন সুচিত্রা৷ মঙ্গলবার রাতে সেখান থেকেই স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন সন্দীপ৷ ফেরার পথেই এই ঘটনা ঘটে৷ ওই যুবক এখনও হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করতে পারেনি পুলিশ৷ সন্দীপের অবস্থা একটু স্থিতিশীল হলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum news: রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, স্বামীর হাত-পা বাঁধা! বীরভূমের রাস্তায় ভয়ঙ্কর কাণ্ড
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement