Major Dalim: ৫০ বছর অন্তরালে, এবার সামনে এলেন বঙ্গবন্ধুর হত্যাকারী মেজর ডালিম! বাংলাদেশে তোলপাড়

Last Updated:
প্রকাশ্যে এলেন শেখ মুজিবুরের  হত্যাকারী মেজর ডালিম৷
প্রকাশ্যে এলেন শেখ মুজিবুরের হত্যাকারী মেজর ডালিম৷
১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে অন্যতম তিনি৷ দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর অন্তরালে থাকার পর অবশেষে প্রকাশ্যে এলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন লেফট্যানেন্ট কর্নেল মেজর ডালিম৷ কয়েক দিন আগে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন মেজর ডালিম৷ আর তার পর থেকেই গোটা বাংলাদেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে৷
প্রকাশ্যে আসার পর প্রত্যাশিত ভাবেই বাংলাদেশে কয়েক মাস আগের ছাত্র আন্দোলনে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন মেজর ডালিম৷ তবে তাঁর কথায়, বিপ্লব এখনও শেষ হয়নি৷ মেজর ডালিম বলেছেন, দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র-জনতাকে লাল শুভেচ্ছা জানাই৷ বিপ্লব একটি চলমান প্রক্রিয়া৷ সেই অর্থে তাঁদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি৷ তার জন্য আরও সময় প্রয়োজন৷
advertisement
একই সঙ্গে ভারতকেও নিশানা করেছেন বঙ্গবন্ধু হত্যায় অভিযুক্ত মেজর ডালিম৷ তাঁর কথায় ভারত সম্প্রসারণবাদী এবং হিন্দুত্ববাদী৷ বাংলাদেশ যার কব্জায় প্রায় চলে গিয়েছিল৷ এক্ষেত্রে ডালিম নিশানা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামি লিগের সরকারকে৷ ডালিমের কথায়, এই অবস্থা থেকে ১৯৭১ সালের মতোই আরও একটি স্বাধীনতা বাংলাদেশকে অর্জন করতে হবে৷ তা না হলে বিপ্লব ব্যর্থতায় পরিণত হবে৷
advertisement
advertisement
ডালিমের কথায়, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজি নজরুল ইসলাম অথবা বাংলাদেশে জন্মানো কোনও দেশীয় কবির হলে ভাল হত৷ ভিনদেশি কারও লেখা গানকে জাতীয় সঙ্গীত বানানো পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা বলেও মন্তব্য করেন মেজর ডালিম৷
মেজর ডালিমের পুরো নাম শরিফুল হক ডালিম৷ ১৯৭৫ সালের ১৫ অগাস্ট যে সেনা অভ্যুত্থানে সপরিবারে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, তার সামনের সারিতে ছিলেন মেজর ডালিম৷ মুজিব এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার পর বাংলাদেশের রেডিওতে সেকথা ঘোষণাও করেন ডালিম৷ এই ঘটনার পরের কয়েক বছর বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান ডালিম৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Major Dalim: ৫০ বছর অন্তরালে, এবার সামনে এলেন বঙ্গবন্ধুর হত্যাকারী মেজর ডালিম! বাংলাদেশে তোলপাড়
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement