Major Dalim: ৫০ বছর অন্তরালে, এবার সামনে এলেন বঙ্গবন্ধুর হত্যাকারী মেজর ডালিম! বাংলাদেশে তোলপাড়

Last Updated:
প্রকাশ্যে এলেন শেখ মুজিবুরের  হত্যাকারী মেজর ডালিম৷
প্রকাশ্যে এলেন শেখ মুজিবুরের হত্যাকারী মেজর ডালিম৷
১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে অন্যতম তিনি৷ দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর অন্তরালে থাকার পর অবশেষে প্রকাশ্যে এলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন লেফট্যানেন্ট কর্নেল মেজর ডালিম৷ কয়েক দিন আগে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন মেজর ডালিম৷ আর তার পর থেকেই গোটা বাংলাদেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে৷
প্রকাশ্যে আসার পর প্রত্যাশিত ভাবেই বাংলাদেশে কয়েক মাস আগের ছাত্র আন্দোলনে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন মেজর ডালিম৷ তবে তাঁর কথায়, বিপ্লব এখনও শেষ হয়নি৷ মেজর ডালিম বলেছেন, দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র-জনতাকে লাল শুভেচ্ছা জানাই৷ বিপ্লব একটি চলমান প্রক্রিয়া৷ সেই অর্থে তাঁদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি৷ তার জন্য আরও সময় প্রয়োজন৷
advertisement
একই সঙ্গে ভারতকেও নিশানা করেছেন বঙ্গবন্ধু হত্যায় অভিযুক্ত মেজর ডালিম৷ তাঁর কথায় ভারত সম্প্রসারণবাদী এবং হিন্দুত্ববাদী৷ বাংলাদেশ যার কব্জায় প্রায় চলে গিয়েছিল৷ এক্ষেত্রে ডালিম নিশানা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামি লিগের সরকারকে৷ ডালিমের কথায়, এই অবস্থা থেকে ১৯৭১ সালের মতোই আরও একটি স্বাধীনতা বাংলাদেশকে অর্জন করতে হবে৷ তা না হলে বিপ্লব ব্যর্থতায় পরিণত হবে৷
advertisement
advertisement
ডালিমের কথায়, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজি নজরুল ইসলাম অথবা বাংলাদেশে জন্মানো কোনও দেশীয় কবির হলে ভাল হত৷ ভিনদেশি কারও লেখা গানকে জাতীয় সঙ্গীত বানানো পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা বলেও মন্তব্য করেন মেজর ডালিম৷
মেজর ডালিমের পুরো নাম শরিফুল হক ডালিম৷ ১৯৭৫ সালের ১৫ অগাস্ট যে সেনা অভ্যুত্থানে সপরিবারে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, তার সামনের সারিতে ছিলেন মেজর ডালিম৷ মুজিব এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার পর বাংলাদেশের রেডিওতে সেকথা ঘোষণাও করেন ডালিম৷ এই ঘটনার পরের কয়েক বছর বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান ডালিম৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Major Dalim: ৫০ বছর অন্তরালে, এবার সামনে এলেন বঙ্গবন্ধুর হত্যাকারী মেজর ডালিম! বাংলাদেশে তোলপাড়
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement