#হাওড়া: নিখোঁজ ছিলেন বামনগাছির বাসিন্দা এক ব্যবসায়ী! অবশেষে রাজস্থানের জয়পুর এলাকা থেকে উদ্ধার হল মৃতদেহ (Mysterious Death)। ব্যবসায়ীকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের।
আরও পড়ুন:গত ২২ বছর ধরে পায়ে বেড়ি, শিকলে বন্দি, চরম দুর্দশায় মেদিনীপুরের অসহায় যুবক
দত্তপুকুর থানা এলাকার কদমগাছি চৌমাথার বাসিন্দা তমাল সরকার পেশায় ব্যবসায়ী। পরিবারের তরফে জানানো হয়, গত ১০ তারিখ তারাপীঠ যাবার নাম করে বাড়ি থেকে বের হন তমালবাবু । ১৪ তারিখ পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তাও হয়েছে টেলিফোনে। আচমকাই যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর, ১৫ তারিখ সন্ধে সাড়ে ছটা নাগাদ হাওড়ায় তাঁর পরিবারের কাছে ফোন আসে জয়পুর থানা থেকে । জানানো হয়, জয়পুর থেকে ৭০ কিলোমিটার আগে ফোলারা স্টেশনের মাঝামাঝি থেকে তমালবাবুর মৃতদেহ উদ্ধার হয়েছে (Mysterious Death)।
আরও পড়ুন:জাঁকিয়ে শীত পড়তেই দার্জিলিং-সুন্দরবনে পর্যটকদের ঢল, করোনা খরা কাটার আশায় ব্যবসায়ীরা
তড়িঘড়ি পরিবারের সদস্যরা জয়পুরের উদ্দেশ্যে রওনা দেন। ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। গতকাল মধ্যরাতে মরদেহ এসে পৌঁছায় তমাল সরকারের বাড়িতে। রাতেই সৎকার সম্পন্ন হয় । সূত্রের খবর, তমালের কাছে থাকা একটি ফোন এখনও পর্যন্ত পাওয়া যায়নি । খুন না আত্মহত্যা ? দ্বন্দে পরিবার ও পুলিশ! ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন মৃতর স্ত্রী।
২০২০-র বর্ষবরণের রাতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। গ্রেফতার হয় ৩জন । বছর তিরিশের মহিলার অভিযোগ, বর্ষবরণের রাতে মত্ত অবস্থায় স্থানীয় ৫ যুবক তাঁর ভাড়া বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে, এরপর মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mysterious Death