Mysterious Calf-Viral Video: কাটোয়ায় জন্মাল অবাক বাছুর ! ভগবান দর্শন! ভিড় জমাচ্ছে হাজার হাজার মানুষ
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Mysterious Calf-Viral Video: কী আছে এই বাছুরে? হাজার হাজার মানুষ কেন ছুটছে? ভাইরাল ভিডিও অবাক করেব
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার কাটোয়াতে ঘটল এক অবাক কাণ্ড! কাটোয়া ২ নম্বর ব্লকের মূলগ্রামে এই ঘটনাটি ঘটেছে। সাধারণত আমরা জানি ,যে গরু বা বাছুরের একটি মাথা থাকে। কিন্তু মূলগ্রামের এক চাষির বাড়িতে দুটো মুখ বিশিষ্ট এক বাছুরের জন্ম হয়েছে । আর রীতিমতো এই অবাক বাছুর দেখতে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত মূলগ্ৰামের এক চাষীর বাড়িতে গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে ।
এই প্রসঙ্গে গরুর মালিক সোমনাথ মাঝি জানান, “আমি গ্রামে বেড়াতে গিয়েছিলাম সন্ধে বেলায় আমাকে বাড়ি থেকে ডাকতে আসে যে, দেখগা তোর গরুর কি হয়েছে । আমি ৬:৩০ – ৭:০০ নাগাদ বাড়ি এলাম । বাড়ির মেয়েরা সেরকম কিছু জানে না, আমি দেখলাম গরুর পেটে যে জল থাকে সেই জলটা পুরো বেরিয়ে গেল আর বাছুরটা নীচে নেমে গেল । তারপর গরুটা পুরো দূর্বল হয়ে মাটিতে শুয়ে পড়ে, আমি ভয়ে ডাক্তার বাবুকে ফোন করি । ডাক্তার বাবু এসে বাচ্চা বের করে এবং দেখা যায় দুটো মাথা। সোমনাথ মাঝি আরও জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরে গরু লালন পালন করছেন কিন্তূ এরকম ঘটনা তিনি প্রথম দেখলেন। তবে এরকম ঘটনা কীভাবে ঘটল ? কি কারণে একটা বাছুরের দুটো মাথা হয় ? বিজ্ঞান কি বলছে ? চলুন তাহলে জেনে নেওয়া যাক !
advertisement
advertisement
আসলে এই ধরনের ঘটনা গুলো সাধারণভাবে জেনেটিক ডিসঅর্ডারের কারণে এগুলো হয়। কিছু কিছু ক্ষেত্রে পরিবেশগত কারণও থাকে এর মধ্যে । সাধারণভাবে এই ধরনের কেস গুলোকে আমরা বাই সেফালিক বা পলি সেফালি কাফ বলি । যখন এটা ভ্রুণ অবস্থায় থাকে তখন সেই ভ্রুণ অবস্থায় কোনো কারণে পার্সিয়াল কোনো স্প্লিট হলে এই ধরনের ঘটনা ঘটে ।
advertisement
কাটোয়া ২ নম্বর ব্লক সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ড: জয়কিংকর মান্না আরও জানান , সাধারণভাবে দেখা গেছে এটা খুবই দুর্লভ ঘটনা । আমাদের বিজ্ঞানের হিসাবে বলছে মোটামুটি ভাবে ১০ হাজারে এরকম একটি ঘটনা ঘটলেও ঘটতে পারে । তবে সাধারণভাবে দেখা গেছে এই ধরনের বাছুর গুলো বেশি দিন বাঁচে না । ম্যাক্সিমাম আমরা যেটা লক্ষ্য করেছি এবং আমাদের কাছে যেটা রিপোর্ট আছে সেই অনুযায়ী ৪০ দিন পর্যন্ত ম্যাক্সিমাম এই বাছুর বেঁচে থাকতে পারে । তবে সাধারণত জন্মানোর কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্তই বেঁচে থাকে ।
advertisement
Bonoarilal Chowdhury
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2023 3:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mysterious Calf-Viral Video: কাটোয়ায় জন্মাল অবাক বাছুর ! ভগবান দর্শন! ভিড় জমাচ্ছে হাজার হাজার মানুষ