West Bengal News: সকাল হতেই বাড়িতে হাজির, ভরসার আলমগীর-মান্নানদের কাঁধেই শেষযাত্রায় বাসন্তী দে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: দিকেদিকে যখন অসহিষ্ণুতার আস্ফালন, সেই সময় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চাপড়ার বড় আন্দুলিয়ার শিবির পাড়ার বাসিন্দারা।
#চাপড়া: তাঁরা ছিলেন প্রতিবেশী, একে অন্যদের সুখে দুঃখের সাক্ষী। তাই বাসন্তী দে'র মৃতদেহ কাঁধে করে সৎকার করতে নিয়ে গেলেন আব্দুল, আলমগীর, মান্নানরা। এভাবেই মুসলিম যুবকদের কাঁধে চড়ে শেষকৃত্য সম্পন্ন হল হিন্দু বৃদ্ধার। দিকেদিকে যখন অসহিষ্ণুতার আস্ফালন, সেই সময় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চাপড়ার বড় আন্দুলিয়ার শিবির পাড়ার বাসিন্দারা।
শিবির পাড়ায় মূলত মুসলিম সম্প্রদায়ের বাস। সেখানেই দীর্ঘদিন ধরে সপরিবারে বসবাস করতেন বাসন্তী দে(৭৬)। বেশকিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার রাতে বাড়িতেই মৃত্যু হয় তাঁর। বাসন্তী দেবীর তিন ছেলে, কিন্তু আর্থিক অবস্থা স্বচ্ছল নয়। কীভাবে মায়ের সৎকার করবেন, তা নিয়ে চিন্তায় পড়ে যান তাঁরা। সকাল হতেই একে একে বাড়িতে ভিড় করতে থাকেন জিন্দার শেখ, ঝন্টু দাফাদার, পারিজাত শেখ, জাহিরুলরা।
advertisement
তাঁদের উদ্যোগেই মৃতদেহ সৎকারের ব্যবস্থা হয়, আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন তাঁরা। এরপরই মুসলিম যুবকদের কাঁধে চেপে মৃতদেহ শ্মশানের দিকে যাত্রা শুরু করে। সেখানে হিন্দু রীতি মেনে মৃতের পরিবার ও মুসলিম প্রতিবেশীদের সহযোগিতায় সম্প্রীতির আবহে শেষকৃত্য সম্পন্ন হয়।
advertisement
advertisement
মৃতার ছেলে রবীন দে বলেন, ''রাতেই মায়ের মৃত্যু হয়। কীভাবে সৎকার করব, সারারাত সেই চিন্তা করছিলাম। সকাল হতেই ওরা দেবদূতের মতো আমার পাশে এসে দাঁড়ায়। ওরা সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে।''
জিন্দার শেখ বলেন, ''দীর্ঘদিন ধরেই ওই পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ, ওদের আর্থিক দুর্বলতার বিষয়টি জানতাম। সেই কারণে সকাল হতেই পাড়ার ছেলেদের নিয়ে ওদের বাড়ি যাই। মৃতদেহ সৎকারের ব্যবস্থা করি। ওদেরকে সব রকমের সহযোগিতা করব।''
advertisement
---সমীর রুদ্র
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 03, 2022 10:54 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: সকাল হতেই বাড়িতে হাজির, ভরসার আলমগীর-মান্নানদের কাঁধেই শেষযাত্রায় বাসন্তী দে