Mushroom: চিকেন-মটন ফেল! বাঁকুড়ার বিখ্যাত 'এই' ছাতু, পাবেন আর মাত্র কয়েকটা দিন, দাম শুনলে চমকে যাবেন

Last Updated:

Mushroom: পুজোর আগে বাঁকুড়ার বাজারে কাঁড়াণ ছাতুর ব্যাপক চাহিদা। এই বিরল মাশরুমটি শুধু কৃষ্ণ অষ্টমী থেকে দুর্গাপূজা পর্যন্ত পাওয়া যায় এবং এর স্বাদ চিকেন-মটনকেও হার মানায়।

+
বাজারে

বাজারে ছাতু বিক্রি হচ্ছে

বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরী: পুজোর আগে বাঁকুড়া-পুরুলিয়ার বাজার গুলিতে অজস্র মানুষের ভিড়, কেন এই ভিড় জানেন? কারণ এই সময় বাজারে পাওয়া যাচ্ছে কাড়াণ ছাতু, এই ছাতুর স্বাদ চিকেন মটনকেও হার মানাচ্ছে, এবং এটা শুধুমাত্র এই সিজনেই পাওয়া যায়, বারো মাস এই ছাতু না পাওয়ার ফলে বিরাট চাহিদা রয়েছে মানুষের মধ্যে, তাই মটনের থেকেও চোড়া দামে বিকচ্ছে এই ছাতু। তবে এই কড়ান ছাতু কোথায় পাওয়া যায় এবং কিভাবে পাওয়া যায় জানেন! এই ছাতুর কি উপকারিতা রয়েছে জানেন?
মূলত এটি একটি মাশরুম যার গ্রাম বাংলায় আঞ্চলিক ভাষাতে বলা হয় ছাতু! এটা জঙ্গলের ঝোপঝাড়েই উৎপত্তি হয়, হালকা বৃষ্টি হলেই দেখা মিলে এই ছাতুর, জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ এই সিজনে যেমন জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গল থেকে ছাতু তুলে এনে বাজারে বিক্রি করে লক্ষ্মী লাভ করে, ঠিক তেমনি আবার বাজারে ব্যবসায়ীরা এই সময়ে এই ছাতু বিক্রি করে একটু বাড়তি উপার্জনের মুখ দেখে! দাম বেশি হলেও এর স্বাদ একেবারে অতুলনীয়।
advertisement
আরও পড়ুন: দেশলাই বাক্স, আখরোটের উপর মা দুর্গা! শিল্পীর শিল্পকলা না দেখলে বিশ্বাস হবে না, স্বপ্ন ওয়ার্ল্ড রেকর্ড গড়ার
ডাক্তার প্রিয়তোষ ধল্ল বলেন এই ছাতুতে ক্যালরি ভ্যালু কম, কার্বোহাইড্রেট কম আছে, এর অনেক ভিটামিন আছে, সোডিয়াম কম আছে, পটাশিয়াম বেশি থাকে, এটি একটি লো ক্যালরি এবং লো ফ্যাট জাতীয় খাবার, এটি ওজন কমাতেও সাহায্য করে, এরমধ্যে অ্যান্টিঅক্সিজেন আছে যা আমাদের শরীরের মধ্যে উপকারী। যেমন সেলোনিয়াম, কোপা, ম্যাগনেশিয়াম, ফসফরাস। এই ছাতু ব্রেন হেলথ এর ও কাজে লাগে।
advertisement
advertisement
আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোয় বাঁকুড়ায় হিট জাম্বো জিলিপি, ওজন ৪ কেজি, স্বাদে অতুলনীয়! জানুন কত পড়ছে দাম
পুজোর আগে বাঁকুড়ার বেলিয়াতোড় সবজি বাজারে এখন ছাতু কিনার হিড়িক লেগেছে, এই ছাতু কেনার জন্য ১০-১৫ এমনকি ২০ কিলোমিটার দূর থেকেও মানুষ এসে এই ছাতু কিনছেন। জানা গিয়েছে এই ছাত্র শুধুমাত্র কৃষ্ণ অষ্টমী থেকে দুর্গা অষ্টমী পর্যন্তই পাওয়া যায়। তাছাড়াও এই ছাতু যে গ্রামের মানুষরা তুলে আনে তারা একেবারে জীবনে ঝুঁকি নিয়েই তুলে আনে। কারণ জঙ্গলের মধ্যে রয়েছে হাতি তাই এই ছাতু তুলে আনা খুব কঠিন বিষয়। এই কারণেই মূলত এত বেশি চাহিদা এই ছাতুর।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mushroom: চিকেন-মটন ফেল! বাঁকুড়ার বিখ্যাত 'এই' ছাতু, পাবেন আর মাত্র কয়েকটা দিন, দাম শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement