চরম দুর্ভোগ! টানা বৃষ্টিতে বন্ধ দোকানপাট, মানুষের জীবিকা থমকে! কবে মিলবে স্বস্তি?
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
গত ছ’দিন ধরে বৃষ্টির জলে ঘর পর্যন্ত ডুবে রয়েছে। বারবার অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেই।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: নতুন করে দফায় দফায় বর্ষণ। আর বৃষ্টির জেরে জলমগ্ন মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত। দক্ষিণবঙ্গের নদীগুলিতে জল কমলেও বিভিন্ন জায়গায় জলস্তর বৃদ্ধি হয়েছে। বৃষ্টির জেরে ক্ষেত থেকে শুরু করে বাড়ি চলে গিয়েছে জলের তলায়। মুর্শিদাবাদে নতুন করে লাগাতার বর্ষণ শুরু হতেই এবার জলমগ্ন পরিস্থিতি তৈরি হল।
রানিতলা থানার অন্তর্গত হোসনাবাদ দক্ষিণপাড়া এলাকা জলমগ্ন। যার কারণে গৃহবন্দি বেশ কিছু পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ছ’দিন ধরে বৃষ্টির জলে ঘুমানোর ঘর পর্যন্ত ডুবে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বারবার অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। বৃষ্টির জেরে জলের তলায় দোকানপাট থেকে ঘর বাড়ি। যার কারণে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ।
advertisement
advertisement
পরিস্থিতি এমনই হয়েছে যে, জল জমার জেরে বন্ধ রাখতে হয়েছে দোকান। পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, জমির জল থেকেই এই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে গ্রামে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে মনে করা হচ্ছে। যদিও মেশিন বসিয়ে জল নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু তাতেও এখনও স্বস্তি পাচ্ছেন না এলাকাবাসী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আর নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সমুদ্র উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া বইবে। তাই স্থানীয়রা আশা করছেন, আর ভারী বৃষ্টিপাত না হলে পরিস্থিতির উন্নতি হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 10:34 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চরম দুর্ভোগ! টানা বৃষ্টিতে বন্ধ দোকানপাট, মানুষের জীবিকা থমকে! কবে মিলবে স্বস্তি?