Murshidabad: বৈশাখের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৪৩-৪৪ ডিগ্রি, তীব্র দাবদাহে ধুঁকছে মুর্শিদাবাদ

Last Updated:

হাওয়া অফিস জানাচ্ছে জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৩ ডিগ্রির আশেপাশেই। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ-সহ মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে

#মুর্শিদাবাদ: বৈশাখের প্রথম সপ্তাহেই তাপপ্রবাহের জেরে কাবু মুর্শিদাবাদ। কাঠফাটা রোদ আর ১০ টা বাজতেই সূর্যদেবের নাজেহাল জেলাবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গত সপ্তাহে একদিন কিছু সময়ের জন্য বৃষ্টির দেখা মিললেও তারপর থেকেই বেপাত্তা বৃষ্টি। বর্তমানে গোটা জেলায় চলছে তাপপ্রবাহ। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী তাপমাত্রার পারদ পৌঁছেছে ৪৩ - ৪৪ ডিগ্রিতে। সকাল ১০ টা হতেই চড়া রৌদে চাঁদিফাটা অবস্থা। অফিসযাত্রী থেকে স্কুল কলেজের পড়ুয়া, সকলেরই গলদঘর্ম অবস্থা । দশটা বাজতেই একপ্রকার জনশূন্য হয়ে পড়ছে রাস্তাঘাট। জরুরি প্রয়োজনে বের হওয়া পথ চলতি মানুষ বাধ্য হচ্ছেন গাছের নীচে বিশ্রাম নিতে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় গরম হাওয়ায় ঝলসে যাচ্ছেন পথ চলতি মানুষ।
অন্যদিকে, গরম থেকে বাঁচতে ঠান্ডা পানীয়, আইসক্রিম থেকে আখের রস খেতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। কবে হবে বৃষ্টি, এই পূর্বাভাস শোনার আশায় সবাই তাকিয়ে আছেন আবহাওয়া অফিসের দিকে। যদিও হাওয়া অফিস জানাচ্ছে জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৩ ডিগ্রির আশেপাশেই। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ-সহ মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বিগত পাঁচ দিন ধরে মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা রয়েছে ৪২ডিগ্রির ওপরে। সামনেই ঈদ উল ফিতর উৎসব। তাপপ্রবাহের জেরে সংখ্যালঘু অধ্যুষিত এই জেলায় মার খাচ্ছে ঈদের বাজারও। সূর্য না ডুবলে কেনাকাটায় বের হতে পারছেন না মানুষ। জেলাবাসীর এখন একটাই  প্রত্যাশা, কবে নামবে বৃষ্টি,কবে মিলবে স্বস্তি।
advertisement
advertisement
অন্যদিকে, সকাল থেকেই কলকাতা শহরের আকাশে মেঘের ঘনঘটা। বৃষ্টি কী হবে আজ? এই প্রশ্নই ঘোরাফেরা করছে গরমে হাঁসফাঁস শহরবাসীর মনের কোণে। আগামী ২৪ ঘণ্টায় কী হতে চলেছে বাংলার আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর তাদের লেটেস্ট আপডেটে জানাচ্ছে, সারাদিন মেঘলা আকাশ বজায় থাকবে আজ। সম্ভাবনা রয়েছে বৃষ্টিরও। সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ বৃহস্পতিবার থেকেই কলকাতায় শুরু হতে চলেছে ঝড়-বৃষ্টি। ভ্যাপসা, অস্বস্তিকর রকমের জ্বালা ধরানো গরমে ইতিমধ্যেই নাভিশ্বাস উঠেছে শহরবাসীর।
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: বৈশাখের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৪৩-৪৪ ডিগ্রি, তীব্র দাবদাহে ধুঁকছে মুর্শিদাবাদ
Next Article
advertisement
Success Story: বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁরাই ১০০ কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন
বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁদেরই ১০০ কোটি টাকার ব্যবসা !
  • বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন

  • এখন তাঁদেরই ১০০ কোটির ব্যবসা !

  • জেনে নিন তাঁদের সাফল্যের কাহিনি

VIEW MORE
advertisement
advertisement