বাংলার বুকে ভিনজেলার ফেরিওয়ালাকে হেনস্থা! গালিগালাজ, মারধরের অভিযোগ, কী বলছে অভিযুক্তের পরিবার?
- Reported by:Sujit Bhoumik
- local18
- Published by:Sneha Paul
Last Updated:
Salesman Harassed: অভিযোগ, ওই ফেরিওয়ালাকে গালিগালাজ, হুমকি দেওয়ার পাশাপাশি মারধরও করা হয়। সেই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনার পর থেকে রীতিমতো ভয়েই রয়েছেন ওই যুবক
পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিকঃ ভিনরাজ্য নয়, এবার বাংলার বুকেই সন্দেহের বশে ভিনজেলা থেকে আসা এক ক্ষুদ্র ব্যবসায়ীকে হেনস্থার শিকার হতে হল! হুমকি দিয়ে তাঁকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। পাঁশকুড়ার যশোড়ার এই ঘটনায় আক্রান্ত যুবকের নাম সাকিরুল শেখ। ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ফেরিওয়ালা ওই যুবকের দাবি, গত দু’বছর ধরে তিনি মুর্শিদাবাদ থেকে এসে পাঁশকুড়ার পিতপুর গ্ৰামে ভাড়া বাড়িতে থেকে জামাকাপড় ফেরির ব্যবসা করছেন। তাঁর অভিযোগ, গত বুধবার পাঁশকুড়ার যশোড়া এলাকায় ফেরির উদ্দেশে বেরিয়েছিলেন। তখন তাঁকে আটকে রেখে পরিচয় পত্র দেখতে চান যশোড়া এলাকার বাসিন্দা গোপাল মান্না সহ কয়েকজন।
আরও পড়ুনঃ বিজেপি শাসিত ওড়িশায় বাঙালি ব্যবসায়ী নিখোঁজ! ৬ দিন পেরিয়ে গেলেও খোঁজ নেই, উদ্বিগ্ন পরিবার
অভিযোগ, সেই সময় তাঁকে গালিগালাজ, হুমকি দেওয়ার পাশাপাশি মারধরও করা হয়। সেই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনার পর থেকে রীতিমতো ভয়েই রয়েছেন ওই ফেরিওয়ালা।
advertisement
advertisement
গত বৃহস্পতিবার রাতে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর মূল অভিযুক্ত গোপাল মান্নাকে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ। গতকাল তাঁকে তমলুক জেলা আদালতে তোলা হয়। বিচারক ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
যদিও এই নিয়ে অভিযুক্ত গোপাল মান্নার পরিবারের দাবি, মারামারির কোনও ঘটনা ঘটেনি। আধার কার্ড না থাকায় ওঁকে ব্যবসা করতে দেয়নি। যা করেছে আবেগের বশেই করেছে। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 13, 2025 12:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলার বুকে ভিনজেলার ফেরিওয়ালাকে হেনস্থা! গালিগালাজ, মারধরের অভিযোগ, কী বলছে অভিযুক্তের পরিবার?









