Businessman Missing: বিজেপি শাসিত ওড়িশায় বাঙালি ব্যবসায়ী নিখোঁজ! ৬ দিন পেরিয়ে গেলেও খোঁজ নেই, উদ্বিগ্ন পরিবার

Last Updated:

Bengali Businessman Missing: নিখোঁজ ব্যবসায়ীর পরিবারের দাবি, সেখানকার পুলিশ প্রশাসন কোনও রকমের সহযোগিতা করছেন না। বৃদ্ধ বাবা-মায়ের কথায়, তাঁদের সন্তানকে যে কোনও মূল্যে তাঁদের কোলে ফিরিয়ে দেওয়া হোক

উদ্বিগ্ন পরিবার
উদ্বিগ্ন পরিবার
বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহাঃ ওড়িশায় গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ বাঙালি ব্যবসায়ী। প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা সহ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। অভিযোগ, এই বিষয়ে ওড়িশা পুলিশকে বারবার জানিয়েও লাভ হয়নি। দুশ্চিন্তায় ব্যবসায়ীর পরিবার। বাদুড়িয়া থানার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের হায়দারপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিখোঁজ ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা যায়, হায়দারপুর গ্রামের আনারুল ইসলাম সবজি ব্যবসার উদ্দেশে গত ৭ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭টা নাগাদ ওড়িশার কটক ছত্রবাজারে গিয়েছিলেন। এরপর সেখানে ব্যবসার কাজ সেরে ৯ তারিখ বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তিনি ফেরেননি। পরিবারের সদস্যরা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলে দেখা যায় ওই ব্যক্তির মোবাইল ফোন বন্ধ।
advertisement
আরও পড়ুনঃ ঠাণ্ডা পানীয় খাইয়ে রোগীর আত্মীয়দের টাকা-গয়না লুট! মেশানো ছিল…! সদর হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ব্যবসায়ীর কাছে ৪ লক্ষ ৬০ হাজার টাকা নগদ ছিল। কে বা কারা ওই টাকা সহ তাঁকে অপহরণ করেছে? বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়ে বাড়ির লোকজন। তাঁরা বাদুড়িয়া থানায় যোগাযোগ করলে সেখান থেকে তাঁদের ওড়িশার কটকে যোগাযোগ করতে বলা হয়। পরিবারের সদস্যরা ওড়িশার কটকে গিয়ে চাউরিড়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর সেখানকার পুলিশ বিষয়টি তদন্ত করছে।
advertisement
advertisement
তবে বাদুড়িয়ার নিখোঁজ সবজি ব্যবসায়ীর পরিবারের দাবি, সেখানকার পুলিশ প্রশাসন কোনও রকমের সহযোগিতা করছেন না। বৃদ্ধ বাবা-মায়ের কথায়, তাঁদের সন্তানকে যে কোনও মূল্যে তাঁদের কোলে ফিরিয়ে দেওয়া হোক। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। ব্যবসার উদ্দেশে ভিনরাজ্যে পাড়ি দিয়ে ওই ব্যবসায়ী কি সত্যি অপহরণ হলেন নাকি অন্য কোনও ঘটনা ঘটেছে? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Businessman Missing: বিজেপি শাসিত ওড়িশায় বাঙালি ব্যবসায়ী নিখোঁজ! ৬ দিন পেরিয়ে গেলেও খোঁজ নেই, উদ্বিগ্ন পরিবার
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement