Murshidabad News: সন্তানকে নদীতে ছুড়ে ফেললেন মা! তারপর? সাতসকালে ভাগীরথী ব্রিজে তোলপাড় কাণ্ড

Last Updated:

Murshidabad News: মা তাঁর নিজের সন্তানকেই ব্রিজের উপর থেকে ছুড়ে ফেলে দেয় গঙ্গায়। রঘুনাথগঞ্জের ভাগীরথী ব্রিজে ঘটে গেল এক অমানবিক ঘটনা...

উদ্ধার করা হয়েছে মা কে
উদ্ধার করা হয়েছে মা কে
জানা যায়, সোমবার সকালে ভাগীরথী নদীর তীরে মন্দির পরিষ্কারের কাজ চলছিল। পরিস্কার করতে গিয়ে দুই তিনজন যুবক দেখতে পান ব্রিজের ওপর থেকে কী যেন একটা পড়ল আচমকা। দেখা যায় একটি শিশু গঙ্গায় ভাসছে। চমকে ওঠেন তাঁরা।
advertisement
advertisement
ওই যুবকদের আরও দাবি, ব্রিজের উপর থেকে শিশুটির মাও নাকি ঝাঁপ দিতে যাচ্ছিল। তখন তাদের চিৎকার শুনে এক ব্যক্তি ওই মহিলাকে ধরে ফেলে আর ওই মহিলা শেষমেশ আর নদীতে ঝাঁপ দিতে পারেনি। সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওই মহিলাকে আটক করে। কিছুক্ষণের মধ্যেই ভেসে ওঠে ওই বাচ্চাটি। তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। উদ্ধারের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় শিশুকে। পুলিশ সঙ্গে সঙ্গে শিশুটিকে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসে শিশুটির চিকিৎসা করানোর জন্য। তবে কী কারণে শিশুটিকে উপর থেকে ফেলা হয়েছিল তা নিয়ে তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
advertisement
এলাকার উদ্ধারকারী এক যুবক জানান, সামান্য মানসিক ভারসাম্যহীন ও অবসাদে ভুগছিলেন মহিলা। তবে তিনি তাঁর নাম পরিচয় বলতে রাজি হননি। বর্তমানে পুলিশ হেফাজতে আছে মা। শিশুটি ভর্তি আছে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। যদিও পুলিশ জানিয়েছে, কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সন্তানকে নদীতে ছুড়ে ফেললেন মা! তারপর? সাতসকালে ভাগীরথী ব্রিজে তোলপাড় কাণ্ড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement