Murshidabad News: সন্তানকে নদীতে ছুড়ে ফেললেন মা! তারপর? সাতসকালে ভাগীরথী ব্রিজে তোলপাড় কাণ্ড
- Published by:Sanjukta Sarkar
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Murshidabad News: মা তাঁর নিজের সন্তানকেই ব্রিজের উপর থেকে ছুড়ে ফেলে দেয় গঙ্গায়। রঘুনাথগঞ্জের ভাগীরথী ব্রিজে ঘটে গেল এক অমানবিক ঘটনা...
জানা যায়, সোমবার সকালে ভাগীরথী নদীর তীরে মন্দির পরিষ্কারের কাজ চলছিল। পরিস্কার করতে গিয়ে দুই তিনজন যুবক দেখতে পান ব্রিজের ওপর থেকে কী যেন একটা পড়ল আচমকা। দেখা যায় একটি শিশু গঙ্গায় ভাসছে। চমকে ওঠেন তাঁরা।
advertisement
advertisement
ওই যুবকদের আরও দাবি, ব্রিজের উপর থেকে শিশুটির মাও নাকি ঝাঁপ দিতে যাচ্ছিল। তখন তাদের চিৎকার শুনে এক ব্যক্তি ওই মহিলাকে ধরে ফেলে আর ওই মহিলা শেষমেশ আর নদীতে ঝাঁপ দিতে পারেনি। সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওই মহিলাকে আটক করে। কিছুক্ষণের মধ্যেই ভেসে ওঠে ওই বাচ্চাটি। তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। উদ্ধারের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় শিশুকে। পুলিশ সঙ্গে সঙ্গে শিশুটিকে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসে শিশুটির চিকিৎসা করানোর জন্য। তবে কী কারণে শিশুটিকে উপর থেকে ফেলা হয়েছিল তা নিয়ে তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
advertisement
এলাকার উদ্ধারকারী এক যুবক জানান, সামান্য মানসিক ভারসাম্যহীন ও অবসাদে ভুগছিলেন মহিলা। তবে তিনি তাঁর নাম পরিচয় বলতে রাজি হননি। বর্তমানে পুলিশ হেফাজতে আছে মা। শিশুটি ভর্তি আছে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। যদিও পুলিশ জানিয়েছে, কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2023 1:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সন্তানকে নদীতে ছুড়ে ফেললেন মা! তারপর? সাতসকালে ভাগীরথী ব্রিজে তোলপাড় কাণ্ড