Murshidabad News: সবজির আগুন দাম হলেও তলানিতে কুমড়োর বাজার! ক্ষতির মুখে দাঁড়িয়ে চরম পদক্ষেপ চাষিদের, মাঠেই নষ্ট করলেন খাটনির ফসল
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Murshidabad News: সবজির দাম বর্তমানে আকাশছোঁয়া। বেগুনের দাম ইতিমধ্যেই সেঞ্চুরি করেছে। কিন্তু কুমড়োর দাম নেই। তাই বাধ্য হয়ে চরম পদক্ষেপ নিলেন চাষিরা। ট্রাক্টর চালিয়ে বিঘের পর বিঘের জমির কুমড়ো জমিতেই নষ্ট করে দিলেন তাঁরা।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডলঃ শীতের মরশুমে সাধারণত সবজির দাম কিছুটা কমে। তবে এই বছর বিভিন্ন সবজির দাম আকাশছোঁয়া। এর মধ্যে দেশি কুমড়োর বাজার একেবারে তলানিতে। ফলে মারাত্মক সংকটে পড়েছেন হরিহরপাড়ার কুমড়ো চাষিরা। তাই এবার তাঁরা বাধ্য হয়ে ট্রাক্টর চালিয়ে বিঘের পর বিঘের জমির কুমড়ো জমিতেই নষ্ট করে দিচ্ছেন তাঁরা।
মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লককে ‘সবজি চাষের ভাণ্ডার’ বলা হয়। এখানে শীতকালীন সবজি থেকে ধান চাষ, সবই ব্যাপক হয়ে থাকে। কিন্তু যেখানে সবজির দাম বর্তমানে আকাশছোঁয়া, বেগুনের দাম সেঞ্চুরি করেছে, সেখানে কুমড়োর দাম নেই। তাই বাধ্য হয়ে চরম পদক্ষেপ নিলেন চাষিরা।
আরও পড়ুনঃ গরুমারা ছেড়ে সোজা ডুয়ার্সের রিসর্ট! পর্যটকদের সামনে গজরাজের ‘নাইট ট্যুর’, দেখুন ভিডিও
চলতি বছর প্রায় ৫০০-র বেশি কৃষক ধারদেনা করে মিষ্টি কুমড়ো চাষ করেছেন। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে মিষ্টি কুমড়ো চাষ করেছেন অধিকাংশ কৃষক। চাষে সময় লাগে প্রায় ৬ মাস। এতকিছুর পর এমন পরিস্থিতির শিকার হতে হবে তা তাঁরা আদৌ ভাবেননি। বিক্রি করার কোনও সুযোগ না পেয়ে বাধ্য হয়ে মাঠের মধ্যেই ট্রাক্টর চালিয়ে কুমড়ো নষ্ট করে দিতে বাধ্য হচ্ছেন চাষিরা।
advertisement
advertisement
শ্রীপুর গ্রামের এক কৃষক জানান, প্রায় এক বিঘা জমিতে তিনি বহু কষ্টে কুমড়ো চাষ করেছিলেন। কিন্তু বাজারে পাইকার না থাকায় কুমড়ো বিক্রি করতে পারছেন না। জমি থেকে কুমড়ো তুলে বাজারে নিয়ে আসার পরেও শুধু পরিবহণ খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৃষকের আক্ষেপ, “দাম না পেলে আমরা কীভাবে বাঁচব? কুমড়ো ১০ টাকা কেজিতেও পাইকার নেই। খামারে পড়ে ফসল নষ্ট হচ্ছে।” স্থানীয় বিশিষ্টজনদের আশঙ্কা, এই পরিস্থিতি যদি চলতেই থাকে তবে অনেক চাষি কুমড়ো চাষ থেকে মুখ ফিরিয়ে নেবেন। এতে কৃষি ব্যবস্থায় বড় ক্ষতি হতে পারে বলে মনে করছেন অনেকে। কুমড়োর এমন মূল্যপতন কৃষকের জীবিকায় সরাসরি আঘাত হানছে। দ্রুত সরকারি হস্তক্ষেপ ও সঠিক বাজার ব্যবস্থার দাবি তুলেছেন চাষিরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
November 26, 2025 3:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সবজির আগুন দাম হলেও তলানিতে কুমড়োর বাজার! ক্ষতির মুখে দাঁড়িয়ে চরম পদক্ষেপ চাষিদের, মাঠেই নষ্ট করলেন খাটনির ফসল
