Police Control Room: ঝাঁ-চকচকে পুলিশ কন্ট্রোল রুম, নজরদারিতে ৩৮০ সিসি ক্যামেরা! জঙ্গিপুরের নিরাপত্তায় আমূল বদল

Last Updated:

Murshidabad Police Control Room: জঙ্গিপুর পুলিশ জেলায় নতুন ঝাঁ-চকচকে কন্ট্রোল রুম। সমস্ত থানা মিলিয়ে বসানো হল ৩৮০টি সিসি ক্যামেরা।

+
নতুন

নতুন কন্ট্রোল রুম

জঙ্গিপুর, তন্ময় মন্ডল: জঙ্গিপুর পুলিশ জেলাতে সমস্ত থানাকে জুড়ে নতুন করে বসানো হল ৩৮০টি সিসি ক্যামেরা। ফলে এবার রোখা যাবে যে কোন ধরনের অপরাধ। যার উদ্বোধন করলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এছাড়াও জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে একটি স্যালুট মঞ্চ, ক্রিকেট গ্রাউন্ড, দশটি ই -স্কুটি সহ জঙ্গিপুর পুলিশ জেলার জেলা কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়।
এই কন্ট্রোল রুম থেকেই চলবে সিসি ক্যামেরার নজরদারি। জঙ্গিপুরের এক প্রান্তে ফারাক্কা থেকে অপর প্রান্তে সাগরদিঘী পর্যন্ত পাঁচটি থানা এলাকায়। জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ জানান,  খেলার মাঠ উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি ব্যাটারিচালিত দশটি স্কুটি দেওয়া হয়েছে নজরদারির জন্য যার ফলে জ্বালানি খরচ কমবে। দূষণও কমানো যাবে। অন্যদিকে যে স্যালুট মঞ্চটি করা হয়েছে, সেটি পুলিশ জেলার যে কোন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ স্থান পাবে।
advertisement
advertisement
পাশাপাশি পুরো জঙ্গিপুর জেলার তদারকি করার উদ্দেশ্যেই জেলা কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে। উল্লেখ্য প্রত্যেকটি থানা থেকে সেই এলাকার সিসি ক্যামেরা নজরদারি এবার জঙ্গিপুর পুলিশ সুপার অফিসের কন্ট্রোলরুম থেকে করা সম্ভব হবে। পাশাপাশি প্রত্যেকটি থানার পেট্রোলিন ভ্যানের গতিবিধি লক্ষ্য করা যাবে। এছাড়াও যে কোন স্পর্শকাতর এলাকায় সঠিক সময়ে পাঠিয়ে দেওয়ার একটি সিস্টেমও বসানো হয়েছে এই কন্ট্রোল রুমে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যার মাধ্যমে খুব সহজে কোনও এলাকায় সমস্যা সিসি ক্যামেরায় ধরা পড়লে, সঙ্গেসঙ্গে থানার মোবাইল ভ্যানগুলিকে সেই এলাকায় পাঠানোর ব্যবস্থা করা যাবে এই জেলা কন্ট্রোল রুম থেকে। এই উন্নত সিস্টেমে আরও তাড়াতাড়ি যে কোন রকম পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবে জঙ্গিপুর পুলিশ জেলা। এই সিস্টেমের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে আরও ভালভাবে পরিষেবা দিতে পারবে জঙ্গিপুর পুলিশ জেলার প্রত্যেকটি থানা। আগামীদিনে আরও উন্নত করা হবে এই পরিষেবাকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Police Control Room: ঝাঁ-চকচকে পুলিশ কন্ট্রোল রুম, নজরদারিতে ৩৮০ সিসি ক্যামেরা! জঙ্গিপুরের নিরাপত্তায় আমূল বদল
Next Article
advertisement
বিপদের দিনে প্লেনের টিকিটের আগুন দাম কেন? ইন্ডিগোর অচলাবস্থায় ভাড়া-বৃদ্ধি নিয়ে কঠোর অবস্থানে কেন্দ্র
এখনও প্লেনের টিকিটের আগুন দাম কেন? ইন্ডিগোর অচলাবস্থায় ভাড়া-বৃদ্ধি নিয়ে কঠোর কেন্দ্র
  • ইন্ডিগোর উড়ান বাতিলের জেরে বিভিন্ন রুটে ভাড়া বেড়ে যাওয়ায় কেন্দ্র কঠোর পদক্ষেপ নিয়েছে.

  • যাত্রীস্বার্থ সুরক্ষায় ভাড়া-সীমা কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক.

  • মুম্বইয়ে ১০৯ ও দিল্লিতে ৮৬টি উড়ান বাতিল হওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে.

VIEW MORE
advertisement
advertisement