Fake Mobile Phone: সাবধান! নতুন ভেবে নকল ফোন কিনছেন না তো? সতর্ক না হলেই চরম সর্বনাশ...!
- Reported by:Koushik Adhikary
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Fake Mobile Phone: মোবাইলের যন্ত্রাংশ খুলে নতুন করে মোবাইল তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছিল। আর সেই রকম ৩১৫টি জাল মোবাইল উদ্ধার করল অভিযান চালিয়ে রেজিনগর থানার পুলিশ।
মুর্শিদাবাদ: মোবাইলের যন্ত্রাংশ খুলে নতুন করে মোবাইল তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছিল। আর সেই রকম ৩১৫টি জাল মোবাইল উদ্ধার করল অভিযান চালিয়ে রেজিনগর থানার পুলিশ। পুলিশ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত দাদপুর এলাকা থেকে খাঁন এন্টারপ্রাইজ নামক একটি দোকান থেকে ৩১৫টি জাল মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে এই মোবাইল ফোন উদ্ধার করে। যার বাজার মূল্য চার লক্ষ ৪২ হাজার টাকা। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জর্জ আদালতে পাঠানো হয়। পুরো ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে।
advertisement
advertisement
পুলিশ কর্তারা এটাও জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মোবাইলের বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করে একটি বেসরকারি মোবাইল কোম্পানির নাম দিয়ে এবং একই IMEI নম্বর ব্যবহার করে লোকালে তা বিক্রি করা হত। রেজিনগরের রাজিবুল খাঁন ও মোবাইল দোকানের কর্মচারী আশিক শেখ এই মোবাইল তৈরি করতেন।
advertisement
পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে। উদ্ধার করে এই মোবাইল ফোন। বর্তমানে পুলিশ ঐ দোকানটি সিল করে দেয়। পাশাপাশি, রেজিনগর এলাকায় আরও এই ধরনের মোবাইল ফোন আছে কিনা তারও তদন্ত শুরু করেছে পুলিশ বলেই জানা গিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 18, 2024 11:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fake Mobile Phone: সাবধান! নতুন ভেবে নকল ফোন কিনছেন না তো? সতর্ক না হলেই চরম সর্বনাশ...!









