দু'মুঠো অন্ন জোগাতে রাজস্থানে পাড়ি, ভয়ঙ্কর পরিণতি মুর্শিদাবাদের যুবকের! কল্পনাও করতে পারবেন না

Last Updated:

রাজস্থানে কাজের সন্ধানে গিয়ে চাঞ্চল্যকর ঘটনার শিকার হলেন মুর্শিদাবাদের এক যুবক ইসমাইল সেখ। ভগবানগোলা-২ ব্লকের রানিতলা থানার অন্তর্গত বীরপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল শেখ (বয়স আনুমানিক ৩২ )।

রাজস্থানে কাজে গিয়ে শ্রমিকের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার
রাজস্থানে কাজে গিয়ে শ্রমিকের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: রাজস্থানে কাজের সন্ধানে গিয়ে চাঞ্চল্যকর ঘটনার শিকার হলেন মুর্শিদাবাদের এক যুবক ইসমাইল সেখ। ভগবানগোলা-২ ব্লকের রানিতলা থানার অন্তর্গত বীরপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল শেখ (বয়স আনুমানিক ৩২ )।
পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে জীবিকার তাগিদে রাজস্থানে মার্বেলের কাজ করবেন বলে পাড়ি দিয়েছিলেন তিনি। পরিবারের মুখ দু’মুঠো অন্ন তুলে দিতেই একমাত্র যুবকের রাজস্থানে রওনা দিলেও আর বাড়ি ফেরা হল না। বাড়ি ফিরবে কফিনবন্দি দেহ। তার কারণ হঠাৎই বাড়িতে খবর আসে ইসমাইলের গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছে। আর তার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরিবারে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামজুড়ে।
advertisement
advertisement
পরিবার সূত্রে দাবি, কাজের জন্য রাজস্থানে গিয়ে ইসমাইলকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই স্থানীয় থানায় পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। দেহ ফিরে আসার অপেক্ষায় পরিবার। অন্যদিকে, ঘটনার তদন্তে নেমেছে মুর্শিদাবাদের রানিতলা থানার পুলিশ। কী কারণে এই নৃশংস হত্যা, তা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। মৃত্যুতে শোকস্তব্ধ ইসমাইলের পরিবার ও এলাকাবাসী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবারের সদস্যরা জানিয়েছেন, “রাজস্থানে মার্বেল মিস্ত্রির কাজে গিয়েছিল। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মোবাইল থাকলেও তার সিম ছিল না। বাংলার শ্রমিক বাইরে গেলে ডকুমেন্ট নিয়ে যাওয়া হয়। কিন্তু ইসমাইলের যখন দেহ উদ্ধার হয় তার ডকুমেন্ট কিছুই উদ্ধার হয়নি। আমরা স্থানীয় থানায় যোগাযোগ করেছি। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তির দাবি করছি।”
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দু'মুঠো অন্ন জোগাতে রাজস্থানে পাড়ি, ভয়ঙ্কর পরিণতি মুর্শিদাবাদের যুবকের! কল্পনাও করতে পারবেন না
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement