Tree Plantation: গাছ লাগালেই বাঁচবে প্রাণ! সীমান্তবর্তী গ্রামে পরিবেশ রক্ষার লড়াই, শামিল হলেন প্রাক্তন বিধায়ক সহ একাধিক বিশিষ্টজন, দেখুন ভিডিও
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Murshidabad News: প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার বলেন, “বৃক্ষরোপণ সত্যিই একটি মহৎ উদ্যোগ। আজ আমরা যে গাছ লাগাচ্ছি, তা শুধু আমাদের নয়। আগামী প্রজন্মও এর সুফল পাবে। তাঁরা আমাদের কাজ দেখে অনুপ্রাণিত হবে এবং সর্বত্রই বৃক্ষরোপণে উৎসাহিত হবে।”
জলঙ্গি, তন্ময় মন্ডলঃ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জলঙ্গি। এবার সেই সীমান্তবর্তী গ্রামে পরিবেশ রক্ষার লড়াই। গাছ নিয়ে সীমান্ত এলাকায় ছুটে গেলেন গ্রামের বাসিন্দারা। যা দেখে গর্বিত সকলে।
পৃথিবীর ফুসফুস বলা হয় গাছকে। কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়। সেই অক্সিজেনেই পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষা পায়, জীবজগত টিকে থাকে। গাছ কেটে জমি পরিষ্কার করতে অনেকেই পারেন, কিন্তু গাছ লাগিয়ে বড় করে তোলার দায়িত্ব নেয় ক’জন? বৃক্ষনিধন নয়, বৃক্ষরোপণ ও সঠিক পরিচর্যার মাধ্যমেই পরিবেশ রক্ষা সম্ভব। এই সত্যকে আরও একবার প্রমাণ করল হুকাহারা উন্নয়ন কমিটি।
advertisement
আরও পড়ুনঃ দুঃস্থদের পাশে দাঁড়িয়ে স্যালুট জানানোর মতো কাজ! মানবিকতার নয়া নজির গড়ল রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল
সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ একযোগে ১২০টি মেহেগনির চারা রোপণ করেন। হুকাহারা উন্নয়ন কমিটির সম্পাদক সূরাফুল ইসলাম জানান, “পৃথিবীর পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হলে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। সেই উপলব্ধি থেকেই সমাজ উন্নয়ন কমিটির পক্ষ থেকে হুকাহারা যাওয়ার রাস্তার দু’ধারে ১২০টি মেহেগুনির চারা রোপণ করা হয়েছে।”
advertisement
advertisement
জলঙ্গির প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার বলেন, “বৃক্ষরোপণ সত্যিই একটি মহৎ উদ্যোগ। আজ আমরা যে গাছ লাগাচ্ছি, তা শুধু আমাদের নয়। আগামী প্রজন্মও এর সুফল পাবে। তাঁরা আমাদের কাজ দেখে অনুপ্রাণিত হবে এবং সর্বত্রই বৃক্ষরোপণে উৎসাহিত হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উপস্থিত ছিলেন হুকাহারার ইমাম সাহেব, জলঙ্গি বিধানসভার প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার, হুকাহারা উন্নয়ন কমিটির সম্পাদক সূরাফুল ইসলাম সহ আরও অনেক প্রবীণ। সারিবদ্ধভাবে হাতে চারা নিয়ে তাঁরা পথের ধারে রাস্তার দুই পাশে গাছ রোপণ করেন। যা নিঃসন্দেহে একটি অনুকরণীয় উদ্যোগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Dec 01, 2025 3:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tree Plantation: গাছ লাগালেই বাঁচবে প্রাণ! সীমান্তবর্তী গ্রামে পরিবেশ রক্ষার লড়াই, শামিল হলেন প্রাক্তন বিধায়ক সহ একাধিক বিশিষ্টজন, দেখুন ভিডিও








