West Medinipur News: দুঃস্থদের পাশে দাঁড়িয়ে স্যালুট জানানোর মতো কাজ! মানবিকতার নয়া নজির গড়ল রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল

Last Updated:

West Medinipur News: গনগনির রূপ দর্শনের পর রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের সদস্যেরা পার্শ্ববর্তী গ্রামাঞ্চল ঘুরে দেখেন। স্থানীয় মানুষের জীবনযাপন, কাঁচা রাস্তাঘাট ও প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকার গল্প তাঁদের মন ছুঁয়ে যায়। ঠিক সেখান থেকেই শুরু হয় তাঁদের মানবিক উদ্যোগ।

+
রাইডার্স

রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের গনগনি অভিযান

গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ নামে পরিচিত গনগনি। এই প্রাকৃতিক বিস্ময়ের টানে হাজির হল রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল। রবিবার, ভোরের আলো ফুটতেই কলকাতা থেকে প্রায় ৬০ জন রাইডারের বিশাল দল গড়বেতার উদ্দেশে রওনা দেয়। দীর্ঘ পথ পেরিয়ে তাঁরা গনগনির অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক পরিবেশে প্রবেশ করেন। গভীর লাল মাটি, ক্ষয়প্রাপ্ত পাহাড়ি গঠন ও শিলার খাঁজ- সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যকে সামনে পেয়ে থমকে যায় গোটা রাইডার্স দল। হেলমেট নামিয়ে তাঁরা উপভোগ করেন এই ল্যান্ডস্কেপ, যাকে অনেকেই তুলনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে।
গনগনির রূপ দর্শন করার পর রাইডার্স কমিউনিটির সদস্যেরা পার্শ্ববর্তী গ্রামাঞ্চল ঘুরে দেখেন। স্থানীয় মানুষের জীবনযাপন, কাঁচা রাস্তাঘাট ও প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকার গল্প তাঁদের মন ছুঁয়ে যায়। ঠিক সেখান থেকেই শুরু হয় তাঁদের মানবিক উদ্যোগ।
আরও পড়ুনঃ শহরের প্রাণকেন্দ্রে ফাস্টফুডের দোকানে আগুন! গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা
গ্রামের দুঃস্থ মানুষদের সাহায্য করতে তাঁরা গড়বেতার ভট্য এলাকায় পৌঁছে যান। শীতের হিমেল হাওয়ায় যেখানে অনেক মানুষ এখনও যথাযথ শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন কাটাচ্ছেন, সেখানে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এই ক্যাম্পের আয়োজন। এক এক করে লাইন দিয়ে দাঁড়াতে থাকেন স্থানীয় অসহায় মানুষেরা। রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের সদস্যেরা সসম্মানে তাঁদের হাতে তুলে দেন শীতবস্ত্র।
advertisement
advertisement
এই কর্মসূচিতে শতাধিক দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়, যার প্রতিটি মুহূর্ত ভরে ওঠে মানবিকতার আলোয়। শিশু থেকে বৃদ্ধ, সবার মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা অপরাজিতা রায় সিনহা জানিয়েছেন “গত ছয় বছর ধরে আমরা এইরকম সামাজিক কর্মসূচি করে আসছি। শুধু রাইড নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আগামী দিনে আরও বড় পরিকল্পনায়, আরও বেশি মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে চাই।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই রকম উদ্যোগে গর্বে ভরে ওঠে গড়বেতার গনগনি, যেখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, মানুষের প্রতি মানুষের ভালবাসা ও মানবিকতার আলো আজ উজ্জ্বল হয়ে উঠল। রাইডার্স কমিউনিটির এই উদ্যোগ যেন প্রমাণ করে মানবিকতাই মানুষের হৃদয়ে পৌঁছনোর অন্যতম রাস্তা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: দুঃস্থদের পাশে দাঁড়িয়ে স্যালুট জানানোর মতো কাজ! মানবিকতার নয়া নজির গড়ল রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল
Next Article
advertisement
West Bengal Weather Update: জাঁকিয়ে শীতের দেখা নেই রাজ্যে ! সব জেলাতেই কুয়াশা, কবে থেকে আরও নামতে পারে তাপমাত্রা ? জেনে নিন
জাঁকিয়ে শীতের দেখা নেই রাজ্যে ! সব জেলাতেই কুয়াশা, কবে থেকে আরও নামতে পারে তাপমাত্রা ?
  • জাঁকিয়ে শীতের দেখা নেই রাজ্যে !

  • সব জেলাতেই কুয়াশা,

  • কবে থেকে আরও নামতে পারে তাপমাত্রা ? জেনে নিন

VIEW MORE
advertisement
advertisement