Koushik Adhikary
#বহরমপুর: ভোটের দিন উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)। বোমার আঘাতে গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল। মুর্শিদাবাদের (Murshidabad) ধুলিয়ান পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য় ছড়িয়েছে ঘটনার পর। অভিযোগ, বোমার আঘাতে তিনি গুরুতর চোট পান চোখে। তড়িঘড়ি পুলিশ প্রশাসনের তরফে তাঁকে সামশেরগঞ্জ অনুপনগর হাসপাতালে নিয়ে আসা হয়।
ধুলিয়ান পৌরসভা ভাঙন কবলিত ও বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকা। ভাগীরথী নদীর ধারে অবস্থিত ছোট্ট একটি শহর ধুলিয়ান। ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত ধুলিয়ান পৌরসভা। ধুলিয়ান পৌরসভা মোট ভোটার সংখ্যা ৭৩হাজার ৯০জন। পুরুষ ভোটার সংখ্যা ৩৫ হাজার ৯৩জন। মহিলা ভোটার সংখ্যা ৩৭ হাজার ৯৯৭জন। এবছর ধুলিয়ান পৌরসভা ২১ টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। ৭টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বিজেপি দল। সিপিআই লড়াই করছে ১টি আসনে। সিপিআই(এম) লড়াই করছে ১৫টি আসনে। জাতীয় কংগ্রেস লড়াই করছে ১৯টি ওয়ার্ডে। নির্দল হিসেবে লড়াই করছেন মোট ২২জন। মোট প্রার্থী ৯১জন প্রতিদ্বন্দ্বীতা করছেন ২১টি ওয়ার্ডে ।ধুলিয়ান পৌরসভার মোট২১ টি আসন। ২০১৫ ভোটে কংগ্রেস ৮ টি আসন পায়, তৃণমূল ৬ টি, বিজেপি ৪ টি সিপিএমের ২ টি, বাম সমর্থিত নির্দল১ টি। যদিও পরে সকলে তৃণমূল যোগদান ফলে তৃণমূল দখল করে ধুলিয়ান পৌরসভা।মুর্শিদাবাদ জেলার সাতটি পৌরসভার ১৩৫ টি ওয়ার্ডের মোট ৫৩২ টি বুথ। ৫৯টি সেক্টর। মুর্শিদাবাদ জেলার সাতটি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৪লক্ষ ২৮হাজার৬২৯। পুরুষ ভোটার ২লক্ষ ০৮হাজার ৭৩৬। মহিলা ভোটার ২লক্ষ ১৯হাজার ৮৮১। তৃতীয় লিঙ্গের ভোটার ১২জন।একই দিনে জঙ্গিপুর পৌরসভার ১৯নম্বর ওয়ার্ডে দফায় দফায় উত্তেজনা। প্রতাপপুর ও ম্যাকেঞ্জিপার্ক কলোনি এলাকায় ভোট চলকালীন বুথ জ্যামের অভিযোগ ওঠে। এলাকার বাসিন্দারা প্রতিরোধ গড়ে তোলেন এবং পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়।
আরও পড়ুন: নিজের গড়েই ভোট দিতে পারলেন না অর্জুন সিং! অশান্তি নয়, কারণ লুকিয়ে পরিবারের অন্দরে
জঙ্গিপুর পুলিশ সুপার ভোলানাথ পান্ডের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসে। টহলদারি দেওয়া হয়। পুলিশকে উদ্দেশ্য করে ইটবৃষ্টি হয় বলে পুলিশের তরফে অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পাল্টা কাঁদানি গ্যাস ছোড়া হয়। জঙ্গিপুর পৌরসভা ১৬নম্বর ওয়ার্ডে উত্তর মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি ধনঞ্জয় ঘোষকে গ্রেফতার করে পুলিশ।
রবিবার রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে মুর্শিদাবাদ জেলার সাতটি পৌরসভার নির্বাচন। জেলাতে দীর্ঘ সাত বছর পর পৌরসভার নির্বাচন। তবে বহরমপুর পৌরসভার শেষ নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। তারপর ২০১৮ সালে মেয়াদ শেষ হলেও প্রশাসক দিয়ে বহরমপুর পৌরসভা পরিচালিত হয়েছে। বাকি ছটি পৌরসভার ২০২০ সালে মেয়াদ শেষের পর বর্তমানে পৌর প্রশাসক দিয়ে পৌরসভা পরিচালিত হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় রয়েছে সাতটি পৌরসভা। রবিবার নির্বাচন হবে ধুলিয়ান, জঙ্গিপুর, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙা ও কান্দি পৌরসভাতে। একটা সময়ে কংগ্রেসের গড় ছিল মুর্শিদাবাদ জেলা। পরে দল পরিবর্তন করে শাসক দলে যোগদান করে বিরোধী কাউন্সিলাররা। ফলে একের পর এক পুরসভা হাতছাড়া হয় বিরোধীদের। তৃণমূল একের পর এক পৌরবোর্ড গঠন করে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Municipality election, Murshidabad