Arjun Singh: নিজের গড়েই ভোট দিতে পারলেন না অর্জুন সিং! অশান্তি নয়, কারণ লুকিয়ে পরিবারের অন্দরে

Last Updated:

Arjun Singh: বারাসাত পুরসভার ৭ নং ওয়ার্ডে বুথে ঢুকে তাণ্ডবের অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে।

দিল্লিতে তলব অর্জুন সিংকে৷
দিল্লিতে তলব অর্জুন সিংকে৷
#বারাসাত: রবিবার চলছে রাজ্যের ১০৮ পুরসভার ভোট (West Bengal Municipal Elections 2022)। আর সেই ভোট শুরু হতেই দিকে দিকে অশান্তি শুরু হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই বিরোধীদের অভিযোগের তির শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু এদিনের পুরভোটে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইভিএম ভাঙার। এমনকী বিজেপি প্রার্থীকেও বলতে শোনা গিয়েছে, 'ইভিএম ভেঙে দিয়েছি'। আর ঠিক এই কারণেই ভোট দিতে পারলেন না স্বয়ং অর্জুন সিং (Arjun Singh)।
বারাসাত, ভাটপাড়া, বসিরহাট ও উত্তর দমদমে পরপর ইভিএম ভাঙার অভিযোগ উঠল বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে। যে সে অভিযোগ নয়, প্রার্থী হয়েও ইভিএম মেশিন ভাঙচুরের অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের প্রার্থীদের বিরুদ্ধে। ফলে পুরভোটে ইভিএম ভাঙাই বিজেপি-র নতুন কৌশল কি না, সেই প্রশ্ন উঠছে৷ ইভিএম ভাঙার অভিযোগে ইতিমধ্যেই বারাসত এবং বসিরহাটে দুই বিজেপি প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
advertisement
আর ইভিএম ভাঙার কারণেই ভোট দিতে পারলেন না বিজেপি সাংসদ অর্জুন সিং। যদিও তিনি বলেন, ''‌যেভাবে ভোটগ্রহণ চলছে, গণতন্ত্র নয় আসলে মমতাতন্ত্র চলছে।’‌ তিন দশক ধরে জনপ্রতিনিধি অর্জুন সিং। এই এলাকায় তিনি প্রবল প্রভাবশালী। সাংসদও বটে। সেখানেই তিনি কিনা ভোট দিতে পারলেন না। নিজের ওয়ার্ডেই ভোট দিতে পারলেন না বিজেপি সাংসদ।
advertisement
প্রসঙ্গত, ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ভোটার বিজেপি সাংসদ অর্জুন সিং। সেখানে এবার বিজেপি প্রার্থী করেছিল সৌরভ সিংকে। যিনি আবার সম্পর্কে অর্জুন সিংয়ের ভাইপো। কিন্তু নির্বাচনের আগেই তৃণমূলের হাতযশে বিজেপির মনোনয়ন প্রত্যাহার করেন সৌরভ সিং এবং তৃণমূল যোগ দেন। ফলে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপির কোনও প্রার্থীই নেই। তাই ভোট দিতে যাননি দাপুটে নেতা অর্জুন সিং। তাঁর কথায়, ''জীবনে প্রথমবার আমি ভোট দিতে পারলাম না। খুব খারাপ লাগছে। কিছু গদ্দারের জন্য এমন হল।''
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arjun Singh: নিজের গড়েই ভোট দিতে পারলেন না অর্জুন সিং! অশান্তি নয়, কারণ লুকিয়ে পরিবারের অন্দরে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement