Conch Shell Making: বাঙালি বিয়ের ঐতিহ্য, শাঁখার আতুঁড়ঘর বাজিতপুরে চরম ব্যস্ততা! কলকাতার বাজারে চাহিদা দেখার মতো

Last Updated:

Murshidabad Conch Shell Making: রাজ্যেই রয়েছে শাঁখার আঁতুড়ঘর। ডোমকলের বাজিতপুর গ্রাম শাঁখার জন্য বিখ্যাত। বিয়ের মরশুমে তৎপরতা তুঙ্গে।

+
বাজিতপুরে

বাজিতপুরে চলছে শাঁখা বাঁধানোর কাজ

ডোমকল, কৌশিক অধিকারী: কথিত আছে, স্বামীর মঙ্গল কামনায় শাঁখা পরে থাকেন বাঙালি মহিলারা। এটা বিয়েরই একটা চিহ্ন। হিন্দু শাস্ত্র অনুযায়ী শাঁখা ছাড়া বিয়ে অসম্পূর্ণ থেকে যায়। ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে, প্রায় পাঁচ হাজার বছর আগে মহাভারতের সময়কাল থেকে শাঁখার ব্যবহার শুরু হয়। রয়েছে বিরাট ইতিহাস। এই শাঁখা দেশ-বিদেশে পৌঁছয় বাঙালি শিল্পীদের হাত ধরে।
রাজ্যেই রয়েছে শাঁখার আঁতুড়ঘর। মুর্শিদাবাদের ডোমকল, সেখানে রয়েছে বাজিতপুর গ্রাম। শাঁখার জন্য বিখ্যাত দেশে। মুর্শিদাবাদের এই গ্রামে ঘরে ঘরে তৈরি হয় হরেকরকমের নকশার শাঁখা। কলকাতা থেকে দিঘা, মালদহ, দুই দিনাজপুর, কোচবিহার জলপাইগুড়ি-সহ ত্রিপুরা ও অসমেও এখান থেকেই শাঁখা রফতানি হয়। বাংলাদেশেও কদর রয়েছে বাজিতপুরের শাঁখার। বর্তমানে শুরু হয়েছে অগ্রহায়ণ মাস।
advertisement
advertisement
অর্থাৎ বিয়ের মরশুম। ফলে এখন বিয়ের মরশুমে শাঁখার গ্রামে এখন তৎপরতা তুঙ্গে। চলছে শাঁখা তৈরির কাজ। শিল্পীরা জানিয়েছেন, চেন্নাই ও শ্রীলঙ্কা থেকে শাঁখা তৈরির কাঁচামাল শাঁখ আসে এই গ্রামে। বেশ কয়েকবছর ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন সৈয়দ ইসলাম বাবু। তিনি জানিয়েছেন, শাঁখা তৈরি হতে বেশ কয়েকটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তাঁদের। প্রথমে কাটা হয়, তারপর গ্রাইন্ডারে যায়। সাইজ করতেই সময় লাগে অনেকটা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তারপর আরও কয়েকটি প্রক্রিয়ার পর নকশা কাটা হয়। বেশিরভাগ ব্যবসায়ীর মুখে এমন কথা শোনা গেলেও বেশ কয়েকজন আক্ষেপ করে বলেন, ‘রাজ্যে শাঁখা শিল্পের জন্য বিখ্যাত বাজিতপুর। তবে, সরকারের কোনও সাহায্য পাওয়া যায় না। লোন ইত্যাদিও পাওয়া যায় না।’ যে আর্থিক সাহায্য পাওয়া গেলেও এই শিল্পের আরও উন্নতি সম্ভব বলেই মনে করছেন অনেকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Conch Shell Making: বাঙালি বিয়ের ঐতিহ্য, শাঁখার আতুঁড়ঘর বাজিতপুরে চরম ব্যস্ততা! কলকাতার বাজারে চাহিদা দেখার মতো
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement