Fish Farming: মাছ চাষে বাড়বে উৎপাদন, আসবে মোটা টাকা! মহিলাদের হাতে নয়া ফর্মুলা, রানিবাঁধে দ্বিগুণ আয়ের দিশা

Last Updated:

Bankura Fish Farming: বিজ্ঞানসম্মত মৎস্য চাষের উদ্দেশ্যে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল রানিবাঁধে। এই উপায়ে বাড়বে উৎপাদন ও লাভ।

+
পুকুরের

পুকুরের পাড়ে পাঠ

রানিবাঁধ, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: আনন্দধারা কর্মসূচির আওতায় সুসংহত ফসল চাষ ও বিজ্ঞানসম্মত মৎস্য চাষের উদ্দেশ্যে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল রানিবাঁধে। পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ ও পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ আজীবিকা মিশনের উদ্যোগে এবং সোনামুখী কৃষিবিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় শুক্রবার রানিবাঁধ ব্লকের রাজাকাটা পঞ্চায়েতের স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিক্রমডিহি গ্রামে ওই শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উন্নত মানের ফসল চাষ, জৈব পদ্ধতির ব্যবহার, মাটির স্বাস্থ্য রক্ষা এবং গ্রামের পুকুরে নির্দিষ্ট সময়ে বেশি মাছ উৎপাদনের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন সোনামুখী কৃষিবিজ্ঞান কেন্দ্রের টেকনিক্যাল অফিসার সুশান্ত মহাপাত্র, কেন্দ্রের মৎস্য বিভাগের টেকনিক্যাল অফিসার সুকুমার নন্দী এবং রাজাকাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানসহ অন্যান্য আধিকারিকরা।
advertisement
advertisement
টেকনিক্যাল অফিসার সুশান্ত মহাপাত্র বলেন, “আজ আমরা ছ’টি স্বয়ম্ভর গোষ্ঠীর মোট ৬০ জন মহিলাকে নিয়ে দু’টি প্রশিক্ষণ শিবির করেছি। জৈব সবজি চাষ, মাটির স্বাস্থ্য রক্ষা এবং বিজ্ঞানভিত্তিক মাছ চাষ – এসব বিষয়ে আলোচনা হয়েছে। মহিলাদের অনুরোধ করেছি যাতে বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করে ফসল ও মাছ উৎপাদন বাড়িয়ে নিজেদের অর্থনৈতিক উন্নতি করতে পারেন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি জানান, রানিবাঁধ-সহ রাইপুর, সারেঙ্গা ও জেলার বিভিন্ন দূরবর্তী ব্লকে ইতিমধ্যেই ২৫০টির বেশি প্রশিক্ষণ শিবির করা হয়েছে। মৎস্য বিভাগের টেকনিক্যাল অফিসার সুকুমার নন্দী বলেন, “স্থানীয় পুকুরগুলিতে বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ করলে উৎপাদন অনেকটাই বাড়বে। কীভাবে সেই পদ্ধতি অনুসরণ করতে হবে, তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।” এভাবেই একটু একটু করে জঙ্গলমহলে তৈরি হচ্ছে জীবিকার নতুন ঠিকানা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fish Farming: মাছ চাষে বাড়বে উৎপাদন, আসবে মোটা টাকা! মহিলাদের হাতে নয়া ফর্মুলা, রানিবাঁধে দ্বিগুণ আয়ের দিশা