Murshidabad Accident: খড়গ্রামে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ! রক্তে ভাসল রাস্তা, দুর্ঘটনায় মৃত ২
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Murshidabad Accident: মুর্শিদাবাদের খড়গ্রামে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু একটি ট্রাক চালক ও খালাসির। শনিবার ভোর পাঁচটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে খড়গ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
খড়গ্রাম, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদের খড়গ্রামে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু একটি ট্রাক চালক ও খালাসির। শনিবার ভোর পাঁচটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে খড়গ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।জানা গিয়েছে, খড়গ্রাম থেকে নগরের দিকে যাচ্ছিল একটি চিনি বোঝাই ট্রাক। অপরদিক থেকে আসছিল আলু বোঝাই একটি ট্রাক। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি ট্রাকেরই গতি অতিরিক্ত থাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। আলু বোঝাই ট্রাকটি রাস্তার ধারে একটি দোকানে ঢুকে পড়ে হুড়মুড়িয়ে। ঘটনায় আলু বোঝাই ট্রাকের চালক ও খালাসির ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম জামির সেখ (৩৪) এবং শামিম সেখ (২২)। মৃত দু’জনের বাড়ি সামশেরগঞ্জের জালেদিপুর গ্রামে। অপরদিকে ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ যদিও ঘাতক গাড়ির চালক বা খালাসির কোনও খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টা আগে খড়গ্রাম থানা এলাকায় নগরের কাছে কালভার্টের উপরেই দুর্ঘটনায় পড়ে একটি পণ্য বোঝাই লরি। আর তার ঠিক ২৪ ঘণ্টা পরেই আবারও দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হল এবার চালক ও খালাসির।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাঁকড়ার লেজার কাপড় কাটিং কারখানায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা, আতঙ্কে স্থানীয়রা
মুর্শিদাবাদ জেলার অন্যতম ব্যস্ততম সড়ক ফরাক্কা হলদিয়া এই বাদশাহি সড়ক। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম বিকল্প সড়ক পথ। এই দুর্ঘটনার কারণে বেশ কয়েকঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। যদিও পরে খড়গ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বাভাবিক হয় যান চলাচল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,West Bengal
First Published :
November 08, 2025 12:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad Accident: খড়গ্রামে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ! রক্তে ভাসল রাস্তা, দুর্ঘটনায় মৃত ২

