Bankura News : বাইক নিয়ে স্টান্টবাজি করতে গিয়ে ডাক পড়ল 'যমরাজের', মুকুটমণিপুরে পলিটেকনিক ছাত্রের মর্মান্তিক পরিণতি

Last Updated:

Bankura News : মুকুটমনিপুরে বাইক নিয়ে স্টান্ট করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক যুবকের। প্রাণ গেল পলিটেকনিক পড়ুয়ার।

ঘটনাস্থল।
ঘটনাস্থল।
মুকুটমণিপুর, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাইক নিয়ে স্টান্ট করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক যুবকের। তাও আবার বাঁকুড়ার মুকুটমনিপুরের মত এক জায়গায়। মুকুটমণিপুরে বেড়াতে গিয়ে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। রবিবার সন্ধ্যার আগে কংসাবতী জলাধারের পাড়ের রাস্তায় ৭৭ নম্বর লাইট পোষ্টের সামনে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।
পুলিশ জানায়, মৃত যুবকের নাম মনোজিৎ মাহাতো, বয়স ২১ বছর। বাড়ি রাইপুর ব্লকের শ্যামসুন্দরপুর অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা যায়, মনোজিৎ তাঁর মামাবাড়ি রাইপুরের হলুদকানালীতে এসেছিলেন। সেখানকার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি মুকুটমণিপুর বেড়াতে যান। অভিযোগ, জলাধারের পাড়ের রাস্তা ধরে বাইক নিয়ে দ্রুত গতিতে স্টান্ট করছিলেন তিনি। আচমকাই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারের গার্ডওয়ালে।
advertisement
advertisement
ধাক্কার তীব্রতায় বাইক থেকে ছিটকে পড়ে রাস্তায় কয়েকবার গড়িয়ে যায় যুবকের শরীর। মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে তার। স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোড়াবাড়ি ফাঁড়ির পুলিশ রক্তাক্ত অবস্থায় দ্রুত তাঁকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক দেহ পরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবার সূত্রে জানা গেছে, মনোজিৎ রাইপুর পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন। এই ঘটনা নিশ্চিত করেছে যে বেপরোয়া ভাবে গাড়ি চালালে কী পরিণতি হতে পারে! মুকুটমণিপুরের জলাধারের ধারে চওড়া বড় রাস্তা বারবার ব্যবহার হতে দেখা যায় বাইকারদের স্টান্ট করার জন্য। সঠিক সুরক্ষা বজায় রেখে হেলমেট না পরে এবং অত্যন্ত গতিতে এইসব করলে নেমে আসতে পারে মৃত্যু। তাই সকলের উচিত সাবধান হওয়া।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News : বাইক নিয়ে স্টান্টবাজি করতে গিয়ে ডাক পড়ল 'যমরাজের', মুকুটমণিপুরে পলিটেকনিক ছাত্রের মর্মান্তিক পরিণতি
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement