তমলুকে নিজের গ্রামে হাজির মালা রায়, রাজনীতি ভুলে লুটেপুটে নিলেন বাড়ির পুজোর আনন্দ

Last Updated:

বাড়ির পুজোয় অংশ নিতে দু-একদিনের জন্য তমলুক রাধামনি এলাকার কেলোমাল গ্রামে চলে আসেন মালা রায়। পারিবারিক পুজোর বয়স প্রায় চারশো।

#তমলুক: শৈশবের দিন কাটানো গ্রামে এবারও হাজির মালা রায়। একেবারে নিজের গ্রামে, নিজের বাড়িতে। নবমীতে এসেছেন কলকাতা থেকে তমলুকের কেলোমাল গ্রামে।
রাজনীতির সঙ্গেই আষ্টেপৃষ্টে জড়িয়ে জীবন। ফুরসত নেই। তবু শিকড়ের টানে প্রতিবার পুজোয় তমলুকের কেলোমাল গ্রামে বাবার বাড়িতে ফেরেন মালা রায়। এই গ্রামেই জন্ম। এখানেই বড় হয়ে ওঠা দক্ষিণ কলকাতার সাংসদের। প্রতিবার আসেন। মেয়ের বাড়ি ফেরার অপেক্ষায় থাকে কেলোমালের সরকার বাড়ি।
advertisement
advertisement
দক্ষিণ কলকাতার সাংসদ, কলকাতা পুরসভার চেয়ারপার্সন, কাউন্সিলরও। রাজনীতির ঘেরাটোপে বাঁধা জীবনের প্রতি মুহূর্ত। অবসরের ফুরসত কোথায়? তবু পুজো এলেই পালাই পালাই মন। বাড়ির পুজোয় অংশ নিতে দু-একদিনের জন্য তমলুক রাধামনি এলাকার কেলোমাল গ্রামে চলে আসেন মালা রায়। পারিবারিক পুজোর বয়স প্রায় চারশো। পুজো মানেই একরাশ স্মৃতির ভিড়। আত্মীয় পরিজনের ভিড়ে জমজমাট বাড়ি। চুটিয়ে ক্যারাম খেলা। ছিপ ফেলে মাছ ধরা। নাচগান, নতুন জামা, ঠাকুমা, কাকা-জ্যাঠাদের আদর-প্রশ্রয়। সঙ্গে জমিয়ে পেটপুজো। এই সময়টা তাই কোনও দ্বন্দ্ব নয়৷ পুজোর সময় রাজনীতি না করে বিরোধীদেরও পুজোর শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তমলুকে নিজের গ্রামে হাজির মালা রায়, রাজনীতি ভুলে লুটেপুটে নিলেন বাড়ির পুজোর আনন্দ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement