শীতের রাতে রাস্তা ফাঁকা হলেই বাড়ে ভয়! এবার বিশেষ উদ্যোগ সাংসদের
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
সাংসদ তহবিল থেকে প্রায় এক কোটি টাকা খরচ করে বারাসত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা গুলিতে সিসি ক্যামেরা বসানো হচ্ছে ৷
উত্তর ২৪ পরগনা: এবার জেলা সদর শহর বারাসতে নাগরিকদের সুরক্ষা দিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাংসদের উদ্যোগে বসছে সিসি ক্যামেরা। শহরের সার্বিক নিরাপত্তাকে নজরে রেখে অত্যাধুনিক সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিলেন বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার।
শহরকে নিরাপদে রাখতেই এবার গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ নিলেন সাংসদ। তাঁর সাংসদ তহবিল থেকে প্রায় এক কোটি টাকা খরচ করে বারাসত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা গুলিতে সিসি ক্যামেরা বসাচ্ছেন তিনি। জানা গিয়েছে, ৫৫ টি অত্যাধুনিক সিসি ক্যামেরা বসছে প্রথম পর্যায়ে। এই সিসি ক্যামেরায় নজরদারি চালানো হবে সর্বক্ষণ। যার ফলে চুরি ছিনতাই কিংবা বড় কোনও অপরাধ আটকানো সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
সাংসদের এই উদ্যোগে খুশি বারাসাতবাসীরাও। শীতকাল আশায় সন্ধ্যের পর থেকেই অনেকটাই কমে যাচ্ছে রাস্তায় লোকজনের সংখ্যা। ফলে চুরি ছিনতাইয়ের মত ঘটনা বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় অতীতের অভিজ্ঞতা থেকে। পাশাপাশি নানা অসামাজিক কাজকর্ম বৃদ্ধি পায় এই সময়।
advertisement
তার আগেই সাংসদের এমন ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সমাজ সচেতন মানুষজন। সিসি ক্যামেরা বসলে মহিলারাও নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবেন। ফলে শীতকালেও অনেকাংশেই সুরক্ষিত থাকবে জেলা সদর শহর। এখন দেখার এই উদ্যোগ কতটা সফল হয়।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2024 6:03 PM IST