Mousuni Island Fire: পর্যটকে ভরা মৌসুনি দ্বীপে ভয়াবহ আগুন! পুড়ে ছাই কটেজ! জানুন

Last Updated:

Mousuni Island Fire: পর্যটনের ভরা মরশুমে মৌসুনিতে আগুন। মাটি ও কাঠ দিয়ে তৈরি কটেজে ভয়াবহ আগুন! জানুন

+
জ্বলছে

জ্বলছে আগুন 

দক্ষিণ ২৪ পরগনা: পর্যটনের ভরা মরশুমে মৌসুনিতে আগুন। আগুনের লেলিহান শিখা বহু দূর থেকে দেখা যাচ্ছিল। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকার সল্টঘেরি বালিয়াড়ার এই হোম স্টে-টি মাটি ও বাঁশের কঞ্চি দিয়ে তৈরি হয়েছিল। আগুন লাগার ঘটনায় একটি কটেজের ১১টি রুম পুড়ে যায়। বরাতজোরে কোনওরকমে প্রাণে বাঁচলেন পর্যটকরা। অভিযোগ, কাঠের কটেজে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
আগুন লাগার ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তিনমাসের মধ্যে দ্বিতীয়বার অগ্নিকাণ্ড ঘটল এই জনপ্রিয় পর্যটনস্থলে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ মহামায়া কটেজে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। যে মুহূর্তে আগুন লাগে ঠিক সেই সময় তিন পর্যটক খেতে গিয়েছিলেন। তাঁরা এবং আশপাশের অন্যান্যরা প্রথমে পোড়া গন্ধ ও ধোঁয়া দেখে ওই ঘরের কাছে গিয়ে আগুন দেখতে পান। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। হোম স্টে-টিতে মোট ২০টি ঘর রয়েছে। এর মধ্যে ১১টি ঘর ভস্মীভূত হয়েছে।
advertisement
advertisement
প্রত্যন্ত দ্বীপ এলাকা হওয়ায় সেখানে দমকলের পৌঁছনোর কোনও উপায় ছিল না। স্থানীয় বাসিন্দারাই জল ঢেলে আগুন নেভানোর কাজে নেমে পড়েন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ওই কটেজটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যাওয়ায় মাথায় হাত কটেজ মালিকের।
advertisement
যদিও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যায়নি। অভিযোগ, এই জনপ্রিয় পর্যটনস্থলের অধিকাংশ কটেজেরই দমকলের ছাড়পত্র নেই। শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে হোম স্টে-র ব্যবসা চালাচ্ছেন মালিকরা। ফলে যে কোনও সময় এখানকার কটেজগুলিতে আবারও বিপদ ঘটতে পারে। সেদিকে সতর্ক থাকতে হবে সকলকে।
নবাব মল্লিক 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mousuni Island Fire: পর্যটকে ভরা মৌসুনি দ্বীপে ভয়াবহ আগুন! পুড়ে ছাই কটেজ! জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement