Bardhaman News : মোটরসাইকেল চুরি করে ভিনরাজ্যে বিক্রি! নয়া গ্যাং-এর হদিশ! আউশগ্রামে গ্রেফতার ৩
- Published by:Aryama Das
Last Updated:
Bardhaman News : নতুন কোনও গ্যাং এই ঘটনার সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তের পর মনে করছিল পুলিশ
#বর্ধমান: মোটর সাইকেল চুরি করে তা ভিন জেলায় বিক্রি করে দেওয়ার একটা বড় চক্রের হদিশ পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত তদন্ত চালিয়ে পুলিশ গ্রেফতার করেছে ৩ জনকে। ১২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে যুক্ত আরও কয়েক জনের হদিশ পাওয়া সম্ভব হবে বলে মনে করছে পুলিশ। তাঁদের কাছ থেকে আরও চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে।
মোটর সাইকেল চুরি চক্রের ৩ প্রধাণ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। আউশগ্রাম থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। উদ্ধার করা চুরি যাওয়া ১২ টি বাইক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আউশগ্রামের ভাল্কি থেকে একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও দু'জনকে গ্রেফতার করা হয়। তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পশ্চিম বর্ধমান, বীরভূম ও পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে আরও ১১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, মোটর সাইকেলগুলি চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো। ধৃতদের এদিন বর্ধমান আদালতে তোলা হয়।
advertisement
advertisement
পুজোর আগে থেকেই পূর্ব বর্ধমান জেলার গলসিভাতার মঙ্গলকোট থেকে বর্ধমান সহ বিভিন্ন এলাকা থেকেই মোটর সাইকেল চুরি যাওয়ার অভিযোগ আসছিল পুলিশের কাছে। পুজোর সময় এবং তারপর এই চুরি আরও বেড়ে গিয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নতুন কোনও গ্যাং এই ঘটনার সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তের পর মনে করছিল পুলিশ।
advertisement
এই চক্রের সঙ্গে জড়িতদের হদিশ পেতে জেলা জুড়ে বিশেষ তৎপরতা শুরু করেছিল পুলিশ। কাজে লাগানো হয়েছিল বিভিন্ন সোর্সকে। সেই সূত্র মাধ্যমে খবর আসে আউশগ্রামের ভাল্কি এলাকায় চোরাই মোটর সাইকেল মজুত করা হচ্ছে। সেই খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। এই চক্রের অন্যতম পাণ্ডাকে গ্রেফতার করেন তাঁরা। এর পরই তাঁকে জেরা করে আরও দুজনের সন্ধান মেলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 30, 2022 8:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News : মোটরসাইকেল চুরি করে ভিনরাজ্যে বিক্রি! নয়া গ্যাং-এর হদিশ! আউশগ্রামে গ্রেফতার ৩