হোম /খবর /দক্ষিণবঙ্গ /
লেপের তলায় চাপা পড়ে মৃত্যু শিশুর, আসল ঘটনা কিন্তু হাড়হিম করে দেবে!

West Bengal News: লেপের তলায় চাপা পড়ে মৃত্যু শিশুর, আসল ঘটনা কিন্তু হাড়হিম করে দেবে!

এ কেমন মা! (প্রতীকী চিত্র)

এ কেমন মা! (প্রতীকী চিত্র)

West Bengal News: জানা গিয়েছে, ময়না থানার আসনান গ্রামের বাসিন্দা পূজার বিয়ে হয়েছিল পিংলার উত্তরবাড় গ্রামের দেবাশিস জানার সঙ্গে।

  • Last Updated :
  • Share this:

#মেদিনীপুর: মায়ের হাতে খুন দু বছরের শিশু (West Bengal News)। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার উত্তরবাড় গ্রামের । এই নৃশংস ঘটনা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই গ্রামে। শেষ পর্যন্ত অভিযুক্ত মা-কে আটক করেছে পিংলা থানার পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে আরও এক ব্যাক্তিকে ।

জানা গিয়েছে, ময়না থানার আসনান গ্রামের বাসিন্দা পূজার বিয়ে হয়েছিল পিংলার উত্তরবাড় গ্রামের দেবাশিস জানার সঙ্গে। বিয়ের এক বছর পর এই উত্তরবাড় গ্রামেরই বাসিন্দা দেবাশিস মণ্ডলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে পূজা জানা। স্বামী দেবাশিস জানা রাজমিস্ত্রির কাজে আন্দামানে থাকেন। আর সেই সুবাদেই বাড়িতে যাতায়াত ছিল পূজার প্রেমিক দেবাশিস মণ্ডলের।

আরও পড়ুন: 'কলকাতার ১০ দিগন্ত'-তে তৃণমূল, তিলোত্তমা ভোল পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি

আরও পড়ুন: BJP জিতলে কলকাতার মেয়র কে? শুভেন্দু অধিকারীর 'বর্ণনা' নিয়ে জারি ধন্দ

স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে হঠাৎই গ্রামের লোকজন শুনতে পায় লেপ চাপা পড়ে তার ২ বছরের বাচ্চা মারা গেছে। বাড়ির অন্যান্যরাও বাচ্চার দুঃখে কান্নাকাটি করল গ্রামের কয়েকজনের সন্দেহ হয়েছিল। আর তারপরেই পূজা জানাকে চাপ সৃষ্টি করলে শেষ পর্যন্ত সে নিজেই স্বীকার করে সেই খুন করেছে তার নিজের সন্তানকে। আর তারপরেই খবর দেওয়া হয় পূজা জানার বাপের বাড়িতে এবং পিংলা থানার পুলিশকে। পিংলা থানার পুলিশ সন্ধ্যায় উত্তরবাড় গ্রামে গিয়ে অভিযুক্ত মা ও তাঁর প্রেমিককে আটক করে নিয়ে এসেছে থানায়।

Published by:Suman Biswas
First published:

Tags: Child murder, West Bengal news