West Bengal news: ঘরের সামনের ১১,০০০ ভোল্টের তারে উঠে পড়ল হনুমান, তারপরেই ভয়ঙ্কর ঘটনা! পুড়ে গেল বাড়িঘর
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
West Bengal news: শুক্রবার সকালে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাটের নপাড়া মোড় সংলগ্ন এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর একটি দুর্ঘটনা। ১১ হাজার ভোল্টের হাইটেনশন লাইন থেকে একটি বাড়িতে আগুন লাগে।
পূর্বস্থলী, বনোয়ারীলাল চৌধুরী: শুক্রবার সকালে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাটের নপাড়া মোড় সংলগ্ন এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর একটি দুর্ঘটনা। ১১ হাজার ভোল্টের হাইটেনশন লাইন থেকে একটি বাড়িতে আগুন লাগে। শর্ট সার্কিটের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, বাড়ির ভেতরে আটকে পড়েন এক মহিলা ও তাঁর ছেলে। স্থানীয়দের তৎপরতায় জানালা ভেঙে তাঁদের উদ্ধার করা সম্ভব হলেও সম্পূর্ণ ঘর প্রায় ভস্মীভূত! ঘটনায় মৃত্যু হয়েছে দুটি হনুমানেরও। জানা গিয়েছে, ওই এলাকায় বসবাস করেন লায়লা আনজুমান খাতুন ও তাঁর ছেলে তানভিরুল শেখ।
তাঁদের বাড়ির একেবারে পাশ ঘেঁষে গিয়েছে ১১ হাজার ভোল্টের হাই টেনশন লাইন। শুক্রবার সকাল নাগাদ সেই লাইনেই একটি হনুমান চলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই আরেকটি হনুমানও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এর কিছুক্ষণের মধ্যেই লায়লা আনজুমান খাতুনের বাড়িতে ঘটে শর্ট সার্কিট ও অগ্নিকাণ্ড। মুহূর্তেই ঘরে ছড়িয়ে পড়ে আগুন। তড়িঘড়ি বাড়ি থেকে বেরোনোর পথ না পেয়ে মা ও ছেলে আটকে পড়েন ভেতরে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ছুটে এসে জানালা ভেঙে কোনওরকমে তাঁদের প্রাণে উদ্ধার করেন। লায়লা আনজুমান খাতুন জানিয়েছেন, আমি আশার কাজ করি। আমার অনেক জরুরী কাগজ পুরে গিয়েছে। কিছু টাকাও পুড়েছে তবে সঠিক ভাবে এখন সেটা বলতে পারব না। এই তার অতি দ্রুত সরানোর প্রয়োজন রয়েছে। এরকম ঘটনা যেন অন্য কারও সঙ্গে না হয়। একটু জন্য মা ছেলে প্রাণে বেঁচেছি।
advertisement
ঘটনার জেরে পুড়ে ছাই হয়ে যায় ঘরের আসবাবপত্র, মূল্যবান সামগ্রী এবং আনজুমান দেবীর গুরুত্বপূর্ণ নথিপত্র! স্থানীয়রা অবিলম্বে ওই লাইন বাড়ির পাশ থেকে অন্যত্র সরানোর দাবি তুলেছেন। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন। তবে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা রুখতে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যে কোনও সময় আরও বড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 1:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: ঘরের সামনের ১১,০০০ ভোল্টের তারে উঠে পড়ল হনুমান, তারপরেই ভয়ঙ্কর ঘটনা! পুড়ে গেল বাড়িঘর
