Mother and Daughter: নিজের তিন বছরের সন্তানকে এ কি করলেন মা! রানাঘাটে চাঞ্চল্য
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ওই মহিলার ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় প্রতিবেশীদের। বারবার ডাকাডাকির পরও সাড়া না মেলায় জানলা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়....
রানাঘাট: কুপার্স ক্যাম্পে মর্মান্তিক ঘটনা! তিন বছরের শিশুকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা মায়ের। নদিয়ার কুপার্স ক্যাম্পে এক হৃদয়বিদারক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, নিজের তিন বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেন মা। ঘটনাটি ঘটেছে কুপার্স ক্যাম্প নোটিফায়েড পুরসভা এলাকার ছয় নম্বর ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ওই মহিলার ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় প্রতিবেশীদের। বারবার ডাকাডাকির পরও সাড়া না মেলায় জানলা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, ঘরের মেঝেতে মা ও শিশুকন্যা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে এবং সিলিং থেকে ঝুলছে একটি ওড়না।

advertisement
advertisement
মা ও মেয়ের এ কী কাণ্ড
তড়িঘড়ি স্থানীয়রা দরজা ভেঙে ভিতরে ঢুকে দু’জনকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশু কন্যাকে মৃত বলে ঘোষণা করেন। তবে মা গুরুতর অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন। ফলে মহিলা দীর্ঘদিন ধরে শিশুকন্যাকে নিয়ে একাই বাড়িতে থাকতেন। পুলিশের প্রাথমিক অনুমান, প্রথমে সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়, এরপর নিজে আত্মহত্যার চেষ্টা করে মা। তবে আত্মহত্যার সময় ওড়না ছিঁড়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। এই মর্মান্তিক ঘটনার পিছনে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মৃত শিশুর বাবা। নিষ্পাপ শিশুর নিথর দেহ কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। হঠাৎ কী কারণে এমন ঘটনা ঘটল, তা বুঝে উঠতে পারছেন না বলেই জানান তিনি। এমত অবস্থায় তিনি কথা বলতে পারছেন না। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 05, 2026 11:58 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mother and Daughter: নিজের তিন বছরের সন্তানকে এ কি করলেন মা! রানাঘাটে চাঞ্চল্য








